পিয়ালী দাস,বীরভূমঃ
গণ ইস্তফার সিদ্ধান্ত থেকে সরে এসে আপাতত বুকে কালো ব্যাচ লাগিয়ে ডাক্তার নিগ্রহের প্রতিবাদে শামিল হলেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ৬৭ জন ডাক্তার।
শুক্রবার সকালে হাসপাতাল চত্বরে ডাক্তাররা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় যে,প্রতিবাদের পাশাপাশি রোগী পরিষেবা তারা চালিয়ে যাবেন।সেই মর্মে হাসপাতাল এ যোগ দিতে আসা ডাক্তারবাবুদের বুকে কালো ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
সিউড়ি সদর হাসপাতালে অতিরিক্ত সুপার অতনু শংকর দাস জানান,সরকার, পুলিশ, রোগীর আত্মীয় পরিজন, কারোর বিরুদ্ধেই আমাদের কোনো অভিযোগ বা বিক্ষোভ নেই,আমরা ডাক্তারের শুধু চাইছি আমাদের নিরাপত্তা, আমরা চাইছি সুষ্ঠুভাবে রোগী পরিষেবা দিতে, আমাদের দাবি একজন ডাক্তার বাবু যেন নিশ্চিন্তে চিকিৎসা পরিষেবা পরিবেশন করতে পারেন, শুধু এইটুকুই আমাদের দাবি।
মুমূর্ষু রোগীকে চিকিৎসা করতে গিয়ে যেন আমাদের এটা মনে হয় রোগীর কিছু হলে রোগীর আত্মীয় পরিজন এর কাছে ডাক্তার বাবুদের প্রাণহানির আশঙ্কা রয়েছে। এই আশঙ্কা দূর করতেই আমরা এই প্রতিবাদের পথ বেছে নিয়েছি। কারণ ডাক্তার বাবু রাও মানুষ। মানুষের প্রাণ বাঁচানোর তাদের প্রধান ধর্ম।
অতিরিক্ত সুপার আরও বলেন,অবশ্যই আমরা প্রতিবাদে সামিল হয়েছি তাই বলে চিকিৎসা পরিষেবা যাতে ব্যাহত না হয় সেদিকেও আমরা নজর দিয়েছি।
রোগীদের তিনি আশ্বস্ত করেন চিকিৎসা পরিষেবা কোনোভাবেই ব্যাহত হবে না। ১০০% হাসপাতালে পরিষেবা বজায় থাকবে। তবে সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে বলে কোন ধরনের অভিযোগ রোগী বা রোগীর আত্মীয় পরিজনের তরফে শোনা যায়নি।
আরও পড়ুনঃ চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে পথে নামলো এসইউসিআই
সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার শোভন দে জানান,চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে বলে কোন অভিযোগ আমার কাছে জমা পড়েনি, ডাক্তারবাবুরা গণ ইস্তফা দেবে বলে এমন কোন কথা আমি শুনিনি।সমস্ত বিভাগের চিকিৎসা পরিষেবা সুষ্ঠুভাবেই চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584