বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় সি আর পি এফ কনভয়ের উপর ভয়াবহ জঙ্গিহানা হয়।এই কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলায় শহীদ হয়েছেন ৪৪ জন সি আর পি এফ জওয়ান।এই মিছিলে পা মেলান নবগ্রামের শিক্ষানুরাগী মানুষ থেকে ছাত্র যুবক ও নবগ্রামের সাধারণ মানুষ।এদিন নবগ্রাম অমর চাঁদ কুন্ডু কলেজ থেকে মোমবাতি ও জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল শুরু হয়।গোটা নবগ্রাম পরিক্রমা করে নবগ্রাম মিলিটারী ক্যাম্প হয়ে নবগ্রাম কলেজের সামনে এসে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।শহীদ জওয়ানদের আত্মার শান্তি কামনা করে নিরবতা পালন করে শেষ হয় মিছিল।
এছাড়াও মুর্শিদাবাদের ব্লক ও টাউন কংগ্রেসের পক্ষ থেকে লালবাগে এক প্রতিবাদ মিছিল হয়।আবার লালবাগ শহরে বিজেপি যুব মোর্চা ও ব্লক প্রতিবাদ মিছিল করে গোটা শহর পরিক্রমা করে।সেখানে পাকিস্তান বিরোধী স্লোগান তোলা হয়।পাকিস্তানের প্রধানমন্ত্রীর ছবির ওপর পা দিয়ে ধিক্কার জানানো হয়।
অন্যদিকে পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি নিয়ে দাঁড়ান এবং এক মিনিট নীরবতা পালন করেন।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা প্রেস ক্লাবে মোমবাতি জ্বালিয়ে বীর শহীদদের প্ৰতি শ্রদ্ধা জানালো শুক্রবার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে।
শ্রদ্ধা জানানোর পর একটাই আওয়াজ সবার মুখে ‘বসে বসে মার খাবার দিন শেষ হয়েছে।আমরা আমাদের প্রিয়জনদের অকারণে হারাতে রাজি নই।অবিলম্বে জঙ্গীদের সাহায্যকারী দেশের প্ৰতি দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
নেহেরু যুব কেন্দ্রের বর্ধমান রায়ান রোড কার্য্যালয়ের ভিতরে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন নেহেরু যুব কেন্দ্রের সকল ব্লকের রাষ্ট্রীয় যুব সয়ংসেবক আধিকারিক সহ অন্যান্যরা।পরে শহীদের যাতে এই বলিদান বিফলে না যায় সেই জন্য যোগ্য জবাব দেবার জন্য যুব সম্প্রদায়কে আগে আসার জন্য আহ্বান করা হয়।
নৃশংস জঙ্গি হামলার ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে দেশ জুড়ে চলছে প্রতিবাদ।ভারত মাতার বীর শহীদদের শ্রদ্ধা জানাতে শনিবার সন্ধ্যায় মোমবাতি মিছিল ও সভা হলো পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক পাটি অফিসে।
আরও পড়ুনঃ পুলওয়ামায় জঙ্গি হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি মিছিল
পূর্বস্থলীতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিজেপির মৌন মিছিল শনিবার পূর্বস্থলী উত্তর বিধানসভার অন্তর্গত বিজেপি ৩৫ নং জেড.পি’র পক্ষ থেকে কাশ্মীরে বীর শহীদ জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য মুদাফর থেকে যশপুর মোড় পর্যন্ত নয়দা পাড়া থেকে দোগাছিয়া হাট তলা পর্যন্ত এবং জাহান্নগর থেকে পোলেরহাট পর্যন্ত ৩টি শোক মিছিল করা হলো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584