মনিরুল হক,কোচবিহারঃ
কাটমানি ইস্যুতে গোটা রাজ্যের সাথে কোচবিহারেও চলছে আন্দোলন। এ রাজ্যে লোকসভা নির্বাচনে ভালো ফল করতে পারেনি তৃনমূল। কারন বিশ্লেষণ করতে গিয়ে তথ্যে উঠে এসেছে কাটমানি প্রসঙ্গ। এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমূল নেত্রী এই ইস্যুতে সরব হন। তার পরেই রাজ্য জুড়ে কাট মানির টাকা ফেরত চেয়ে শুরু হয় নাগরিক দের আন্দোলন। হাতে গরম এই ইস্যুকে কাজে লাগিয়ে ময়দানে নামে বিজেপি। এটাকে এখন রাজনৈতিক ইস্যু করে বিজেপিও শুরু করেছে আন্দোলন।
রবিবার কোচবিহার খরিমালা খাঁকড়িবাড়ি গ্রাম পঞ্চায়েত ভারতকলোনি এলাকায় পঞ্চায়েতের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ। আন্দোলনকারীদে অভিযোগ এই গ্রাম পঞ্চায়েত ইন্দিরা আবাস যোজনা নামে টাকা অত্মসাত করার অভিযোগ এনেছে। একই সাথে ১০০ দিনের কাজের টাকাও সঠিক ভাবে প্রদান করা হয়নি বলে তাদের অভিযোগ। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে স্থানীয় পঞ্চায়েত দিলিপ দেবনাথের খোঁজে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ শৌচাগার তৈরিতে কাটমানি, ফেরানো হল টাকা
আন্দোলনকারীদের পক্ষে অমিত দেবনাথ,সন্ধ্যা চক্রবর্তী প্রমুখরা বলেন, আমরা টাকার হিসেব চাই বিভিন্ন প্রকল্পের নামে আমাদের টাকা অত্মসাত করা হয়েছে। এই টাকা আমরা ফেরত না নেওয়া অবধি এই আন্দোলন চালিয়ে যাব। কারণ আমাদের কষ্ট করে উপার্জনের টাকা অত্মসাত করেছে পঞ্চায়েতে। এই টাকা আমাদের দিতেই হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584