বিদ্যাসাগর মূর্তি ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এসইউসির

0
130

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Protests procession of suc at medinipur
নিজস্ব চিত্র

ভারতের নবজাগরণের পথিকৃৎ বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল এস ইউ সি আই কমিউনিস্ট দল।ন্যক্কারজনক এই ঘটনার প্রতিবাদে বুধবার দলের পক্ষ থেকে সারা বাংলা প্রতিবাদ দিবস হিসেবে দিনটি পালনের ডাক দেওয়া হয়।

Protests procession of suc at medinipur
নিজস্ব চিত্র

সারা রাজ্যের সাথে জেলা শহর মেদিনীপুর,বেলদা, খড়গপুর, সবং,পিংলা সহ জেলার বিভিন্ন প্রান্তে এদিন প্রতিবাদ মিছিল, ধিক্কার মিছিল, সভা করা হয়।

এসইউসির ছাত্র সংগঠন ডিএসও,যুব সংগঠন ডিওয়াইও,মহিলা সংগঠন এমএসএস’র পক্ষ থেকেও এদিন নানা প্রতিবাদী কর্মসূচি নেওয়া হয়।

Protests procession of suc at medinipur
নিজস্ব চিত্র

মূর্তি ভাঙার বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান দলের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক নারায়ন অধিকারী।

Protests procession of suc at medinipur
নিজস্ব চিত্র

কর্নেলগোলা দলের জেলা অফিস থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে প্রতিবাদ সভা সংগঠিত করা হয়।নেতৃত্ব দেন প্রাণতোষ মাইতি,দেবাশীষ আইচ, দীপক পাত্র প্রমুখ।

বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। সভা থেকে বিজেপির এই ঘৃণ্য কাজের তীব্র নিন্দা করা হয়। শিক্ষক নেতা উত্তম প্রধান বলেন “আজ যারাই যুক্তিবাদী চিন্তার প্রসার ঘটাতে চাইছে তাঁদেরকেই খুন করছে বিজেপি। মহান মনীষীদের যুক্তিবাদী চিন্তা যাতে মানুষ বহন করতে না পারে তাই তাঁদের মূর্তি ভাঙছে এই ঘৃণ্য গেরুয়া শিবির।” তিনি আরও বলেন “হিন্দুত্বের ধ্বজাধারী এই সমাজবিরোধীরা আসলে হিন্দুপ্রেমীও নয়।এরা অন্ধতা, বর্বরতার প্রেমী।তাই যারাই যুক্তিবাদের চর্চা করেছে তাঁদের উপর আক্রমণ নামিয়ে এনেছে।”

তীব্র ধিক্কার জানিয়ে তিনি জানান “ইতিমধ্যেই গেরুয়া মূর্তিখোরদের তান্ডবে ত্রিপুরায় লেনিন মূর্তি, সুকান্ত মূর্তি, উত্তরপ্রদেশে আম্বেদকর মূর্তি,তামিলনাড়ুতে পেরিয়ারের মূর্তি, ব্যারাকপুরে মৌলানা আবুল কালাম আজাদের মূর্তি, অসমে রবীন্দ্রনাথ মূর্তি, আজ বাংলায় বিদ্যাসাগর মূর্তি ভুলুন্ঠিত হয়েছে।” তাই এই শিবির গোটা দেশের পক্ষেই অশনি সংকেত বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ অমিতের রোড শো’তে রণক্ষেত্র কলকাতা,ভাঙলো বিদ্যাসাগরের মূর্তি

অমিত শাহের রোডশো ঘিরে কলকাতায় এহেন বর্বরতায় জড়িতদের শাস্তির দাবি জানানোর পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে সর্বস্তরের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকেও এক হওয়ার বার্তা দেন বক্তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here