নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দুঃস্থ ও পিছিয়ে পড়া পরিবারের ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ালো মেদিনীপুর থেকে প্রকাশিত এক দৈনিক সংবাদপত্র।অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন দৈনিক এই পত্রিকা ও মেধা পুরস্কার কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ছাত্র ছাত্রীদের পাঠ্যপুস্তক ও শিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান।এবছর এই অনুষ্ঠান ৩২তম বর্ষে পা দিল।এবছর পত্রিকার পক্ষ থেকে সাহায্য করা হল পঞ্চম থেকে দশম শ্রেণীর ৯১ জন পড়ুয়াকে।উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি।
আরও পড়ুন: নারায়ণগড়ে সরকারি কৃষি প্রকল্পের প্রচার
শনিবার মেদিনীপুর শহরের পিপলস্ কো অপারেটিভ ব্যাঙ্ক অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসংস্কৃতি গবেষক তথ্য প্রাক্তন শিক্ষা প্রশাসক মধুপ দে,মুখ্য স্বাস্থ্য আধিকারিক জি সি বেরা,সমাজসেবী বাসবী মিশ্র, সত্যব্রত দোলই, শুভাশীষ ঘোষ,শ্যামল দাস,ক্রীড়াব্যক্তিত্ব সুধাময় সরকার,সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি,অবসর প্রাপ্ত শিক্ষক সুকুমার মান্না,মেধা পুরস্কার কমিটির সম্পাদক পূর্ণেন্দু মিশ্র,বিপ্লবী মেদিনীপুর টাইমস্ পত্রিকার সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তী, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,রেফারী তথা শিক্ষানুরাগী ইন্দ্রজিৎ পাণি,নবনীতা মিশ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584