নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
চা বলয়ের ছাত্র ছাত্রীদের জাতিগত শাংসাপত্র শীঘ্রই প্রদানের লক্ষ্যে উদ্যোগী হলেন নবনিযুক্ত আলিপুরদুয়ারের জেলাশাসক শুভাঞ্জন দাস।গত ১২ জানুয়ারি থেকে আলিপুরদুয়ার জেলার ছয়টি ব্লকে যে আদিবাসী মেলা অনুষ্ঠিত হচ্ছে সেই মেলার আজ শেষ দিন এবং সেই আদিবাসী মেলাতে এস সি,এস টি শাংসাপত্রের আবেদন গ্ৰহণ করা হচ্ছে।
যারা আবেদন করেছে খতিয়ে দেখে এক মাসের মধ্যে তাদের শাংসাপত্র প্রদান করা হবে বলে জানালেন জেলা শাসক।শাংসাপত্রের ক্ষেত্রে নথিপত্রের ক্ষেত্রেও খুব কড়াকড়ি করা হবে না তিনি জানান।চা বাগান এলাকায় বলে সরকার সহানুভূতির দৃষ্টিতে দেখে সরকারি প্রকল্প মানুষের দরবারে পৌঁছে দিতে উদ্যোগী।
জেলাশাসক আজ সকাল দশটায় আসেন ডুয়ার্স কন্যায় এবং জেলার বিভিন্ন দফতরে গিয়ে আধিকারিক ও কর্মীদের সাথে কথা বলেন।
জেলাশাসক শুভাঞ্জন দাস জানান, আদিবাসী মেলায় যে এস সি,এস টি শংসাপত্র জন্য গত তিন দিনে আবেদন পড়েছে তার রিপোর্ট আজ সন্ধার মধ্যে চেয়ে পাঠিয়েছি এবং এই ক্ষেত্রে কোনো ১৯৫০ সালের দলিল ডকুমেন্ট দেখা হবেনা চা বলয়ের বিষয়টা আলাদাভাবে দেখতে হবে এবং খুব শীঘ্র একমাসের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হবে।
আরও পড়ুনঃ প্রতিভা থাকলেও নেই খেলার সামগ্রী ও মাঠ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584