মহিলা পরিচালিত দুর্গাপুজো কমিটিকে ত্রিশ হাজার টাকা সরকারি অনুদান বাঁকুড়ায়

0
62

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

বাঁকুড়ার পুলিশ লাইনের অন্তর্গত পুজো কমিটির গুলির হাতে তুলে দেওয়া হল রাজ্য সরকার প্রদত্ত আর্থিক সাহায্যের চেক ।

providing cheque to women puja committee | newsfront.co
চেক প্রদান।নিজস্ব চিত্র

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই পুজোকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে মেতে ওঠেন। আর এই পুজোকে আরো উজ্জীবিত করতে এবং ক্লাবগুলোকে উৎসাহ যোগাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেজিস্টার ক্লাব গুলিকে আর্থিক সাহায্য দিচ্ছেন।

এদিন বাঁকুড়া পুলিশ লাইনে দুর্গাপূজায় শহরের যানজট আটকাতে বাঁকুড়া পুলিশ সুপার কোটেশ্বর রাও আজ প্রকাশ করলেন ট্রাফিক ম্যাপ । এর পাশাপাশি আজ বাঁকুড়া জেলার ৪৪৯টি ক্লাবের হাতে ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়া হল।

Rupa Singha | newsfront.co
রুপা সিংহ, সভাপতি মালপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। নিজস্ব চিত্র

তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও। এদের মধ্যে দশটি মহিলা পরিচালিত সার্বজনীন দুর্গোৎসব কমিটির হাতে ৩০ হাজার টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় ।

জেলার পাশাপাশি বাঁকুড়া সদর থানার অন্তর্গত ৮৭টি পুজো কমিটির হাতে তুলে দেওয়া হয় ওই একই পরিমাণ আর্থিক সাহায্য। এদের মধ্যে তিনটি মহিলা পরিচালিত সার্বজনীন দুর্গোৎসব কমিটি রয়েছে ।

আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার বিশপ সরকার (গ্রামীণ), শ্যামল সামন্ত (হেডকোয়ার্টার), বাঁকুড়া সদর থানার আইসি অশোক মিশ্র সহ একাধিক পুলিশ আধিকারিক ।

পুয়াবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির এক সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন । তিনি বলেন গতবছর ১০ হাজার টাকা পেয়েছিলাম এবছর ২৫ হাজার টাকা সরকারি অনুদান পেলাম। এছাড়াও তিনি বলেন যারা কম বাজেটের পুজো করে তারা খুবই উপকৃত হবেন ।

Koteswar Rao | newsfront.co
কোটেশ্বর রাও, জেলা পুলিশ সুপার। নিজস্ব চিত্র

জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা জেলার পুজো কমিটি গুলিকে চেক বিতরণ করছি। পুজোতে রাস্তায় অটোর দৌরাত্ম্য বন্ধের জন্য বিভিন্ন জায়গায় যে নো এন্ট্রি’ বোর্ড দেওয়া হবে তা ম্যাপে রয়েছে বলে তিনি জানান ।

আরও পড়ুনঃ মহালয়ার ভোর মানেই আকাশবাণীর ভেসে আসা সুর, রেডিও ঘিরে নস্টালজিক বাঙালি

মালপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি বলেন , বর্তমানে মন্দার বাজারে এই ত্রিশ হাজার টাকা পেয়ে আমরা খুবই খুশি কারণ পুজোটা ভালোভাবে করতে পারব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here