নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
শুক্রবার সকাল ৮টা নাগাদ ৬নং জাতীয় সড়কের দেউলিয়া বাজারের কাছে সাধারণ মানুষকে রাস্তা পারাপার করানোর জন্য যানচলাচল কিছুসময় থামিয়ে দেয় সিভিক ভলেন্টিয়াররা।এরফলে দাঁড়িয়ে যায় হলদিয়া থেকে আসা একটি ঝাড়গ্রাম গামী বাস।ওই বাসের ঠিক পেছনেই দাঁড়িয়ে যায় একটি পর্যটক বোঝাই সুইফট গাড়ি।
এমন সময় কোলকাতা থেকে আসা একটি শালপাতা বোঝাই লরি প্রচণ্ড গতিতে এসে সজোরে সুইফট গাড়ির পেছনে ধাক্কা মারে।এরফলে ওই সুইফট গাড়ির বেশিরভাগ অংশ ঢুকে যায় সামনে থাকা যাত্রীবাহী বাসের ভেতর।ঘটনায় সঙ্গে সঙ্গেই লরি ছেড়ে চম্পট দেয় ওই ঘাতক লরির চালক।এরপর ঘটনাস্থলে থাকা স্থানীয় এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে ওই ঘাতক লরিটিকে পেছনের দিকে পিছিয়ে ওই সুইফট গাড়িটি থেকে আহতদের বের করে এবং চিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে পাঠায়।
চিকিৎসকরা এই ঘটনায় আহত ৬ জনের মধ্যে এক নাবালিকাকে মৃত বলে ঘোষণা করে এবং বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কোলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করে।জানা গেছে মৃত ওই নাবালিকার নাম তানিশা মুখার্জি(১২)।সে তার বাবা চন্দ্রশেখর মুখার্জি ও মা মৌমিতা মুখার্জির সঙ্গে পুরী বেড়াতে যাচ্ছিল।তাদের বাড়ি গড়ফা থানার অন্তর্গত মুকুন্দপুর এলাকায়।তারা এদিন একটি ট্রাভেল সংস্থার মাধ্যমে গাড়ি বুকিং করে পুরী যাচ্ছিল।মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে।
অপরদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় কোলাঘাট থানার পুলিশ।স্থানীয় এলাকাবাসীরা পুলিশকে ঘিরে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখাতে থাকে এবং ৬নং জাতীয় সড়ক অবরোধ করে রাখে।এরফলে সম্পূর্ণভাবে যানচলাচল অবরুদ্ধ হয়ে পড়ে এবং স্থানীয় এলাকাবাসীদের ভিড় জমতে থাকে ওই এলাকায়।
পুলিশ বারবার স্থানীয় এলাকাবাসীর কাছে অবরোধ প্রত্যাহার করার জন্য আবেদন জানালেও অবরোধ প্রত্যাহার না করায় পুলিশ লাঠিচার্জ করে হটিয়ে দেয় অবরোধকারী এলাকাবাসীদের।এরপর ক্ষুব্ধ এলাকাবাসীরা ওই ঘাতক লরিটির মধ্যে থাকা শালপাতায় অগ্নিসংযোগ ঘটিয়ে দেয় এবং ব্যাপকভাবে অগ্নিগর্ভ হয়ে পড়ে সমগ্র এলাকা।ঘটনায় দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।স্থানীয় বাসিন্দাদের দাবি,ওই এলাকায় সকালে ফুলের বাজার বসার জন্য প্রত্যেকদিন প্রায় হাজার হাজার মানুষের আগমন হয়।এরফলে প্রতিনিয়তই যানজট সৃষ্টি হয়।যানজট মোকাবিলার জন্য যথেষ্ট পরিমাণে পুলিশের ব্যবস্থা নেই এলাকায়।এছাড়াও দেউলিয়া বাজারে দীর্ঘ কয়েক বছর আগে থেকে ফ্লাইওভার হওয়ার জন্য জমি অধিগ্রহণ হয়ে থাকলেও এখনও পর্যন্ত ফ্লাইওভার হওয়ার কোনো নাম গন্ধ নেই।এরফলে প্রায় প্রতিনিয়তই বড়সড় দুর্ঘটনার সম্ভবনা থেকে যায় ওই এলাকায়।
আরও পড়ুনঃ ভয়াবহ দুর্ঘটনায় মৃত তিন,ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা
তবে এদিনের এই ঘটনার পর খুব শিঘ্রই সমস্যার সুরাহা হবে বলে প্রসাশনের তরফ থেকে আশ্বাস পাওয়া গেছে বলে জানা যায়।সবমিলিয়ে শুক্রবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে সমগ্র দেউলিয়া এলাকা।পুলিশ ঘাতক ওই লরিটিকে আটক করেছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584