ক্রমবর্ধমান পথ দুর্ঘটনায় ক্ষুব্ধ জনতা

0
68

পিয়ালী দাস,বীরভূমঃ

জেলা সফরে এসে দূর্ঘটনায় ক্ষুব্ধ হয়ে মূখ্যমন্ত্রীর কাছে জেলার পুলিশ সুপার ধমক খেয়েছিলেন, জানতে চেয়েছিলেন এত দুর্ঘটনা কেন ? কেন কমানো যাচ্ছে না দুর্ঘটনা ? পথ দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে শয়ে শয়ে মানুষের।এমনকি মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনেও বীরভূমে প্রাণ হারিয়েছেন তিনজন বাইক আরোহী। যাদের কারোর মাথাতেও হেলমেট ছিল না। বিনা হেলমেটে বাইক চালিয়ে যাতায়াতের জন্য ছোটখাট দুর্ঘটনা বহু ।
শুক্রবার ফের বীরভূমে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর তিন জায়গায় দুর্ঘটনার শিকার ১২ জন মানুষ। আজ সকাল সাতটা নাগাদ পাণ্ডবেশ্বর থেকে বোলপুরগামী একটি বাস দুবরাজপুরের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে একটি মাল বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনায় আহত ১০ জন বাস যাত্রীসহ ট্রাক চালক।তাদের সকল কেই উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দুবরাজপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

এরপর আজ সকালে পৌনে দশটা নাগাদ বিশালপূরের বাসিন্দা পূজা বাউড়ি সাইকেলে চেপে জাতীয় সড়ক পেরোনোর সময় একটি সিউড়িগামী ট্রাক মেয়েটিকে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে ওই স্কুলছাত্রী জাতীয় সড়কে লুটিয়ে পড়ে যায়।স্থানীয় বেশ কিছু লোক তড়িঘড়ি দেখতে পেয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং আটক করে ঘাতক গাড়িটিকে।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে ওঠে। উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধও করে। জাতীয় সড়ক অবরোধকারীদের অভিযোগ এই এলাকায় বারংবার দুর্ঘটনার কবলে পড়ছে এলাকার স্থানীয় বাসিন্দারা। পুলিশকে বারবার বলা সত্ত্বেও এখানে কোন সিভিক বা ট্রাফিকের ব্যবস্থা করেনি। তাদের আরও অভিযোগ আজ দুর্ঘটনার পর পুলিশকে ফোন করা হলেও ঘটনাস্থলে কেউই আসেনি।পুলিশ উত্তেজিত জনতার ভয়ে ঘটনাস্থলে আসেনি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এরপর বেলা ১১ টা নাগাদ রামপুরহাট থানার অন্তর্গত চিত্তুর মোড়ের কাছে পথ দুর্ঘটনায় আহত এক মহিলা সড়ক দুইজন। রামপুরহাট থেকে চিত্তুর যাওয়ার সময় ৬০ নম্বর জাতীয় সড়কে ট্রাক এর সাথে মুখোমুখি ধাক্কা মারে স্কুটি চালক। গুরুতর আহত হয় মাটিতে লুটিয়ে পড়ে তারা। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে ভর্তি করে তাদের। স্থানীয় সূত্রে খবর তাদের দুজনেরই মাথায় হেলমেট ছিল না।

আরও পড়ুন: ধর্মঘট সমর্থকদের উপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here