বেহাল সেতু নিয়ে ক্ষোভ প্রকাশ বাসিন্দাদের

0
73

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

জলদাপাড়া সরকারি লজের প্রবেশে মুখে দুটি কাঠের সেঁতুর বেহাল দশা নিয়ে ক্ষোভ জাহির করল পর্যটন ব‍্যবসার সাথে জড়িত ব‍্যবসায়ীরা।

আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের জলদাপাড়া জাতীয় উদ‍্যান এক শৃঙ্গ গণ্ডারের জন‍্য পৃথিবী বিখ‍্যাত । জলদাপাড়াতে সারা বছর দেশ বিদেশের থেকে বহু পর্যটকের আগমন হয়।

public protest for damage bridge | newsfront.co
বেহাল সেতু। নিজস্ব চিত্র

মাদারিহাট প্রধান সড়ক থেকে জলদাপাড়া সরকারি লজ, জলদাপাড়া জাতীয় উদ‍্যানে ঢোকার টিকিট কাউন্টার এবং জলদাপাড়া বন বিভাগের কার্যালয়ের প্রবেশের আগে কাঠের দুটো সেঁতু রয়েছে, সেই সেঁতু দুটির দীর্ঘদিন থেকেই বেহাল দশা ।

আরও পড়ুনঃ ভারতীয় মহিলা ক্রিকেট দলে টি-টোয়েন্টি বিশ্বকাপে নির্বাচিত শিলিগুড়ির রিচা

সেতু দুটির রেলিং ভেঙে, পিচের প্রলেপ উঠে গিয়েছে। ফলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখানে বেড়াতে আসা পর্যটকরাও বিষয়টিকে ভাল নজরে দেখছেন না।

এ দিন মাদারিহাট বেসরকারি লজ মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি জওহরলাল সাহা এই সেতুদুটির নির্মাণের জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি বিষয়টিকে পর্যটন মন্ত্রী অথবা সংশ্লিষ্ট দফতরের দেখা দরকার বলে জানিয়েছেন।

তিনি জানান এই টুরিস্ট লজ রাজ্যের মধ্যে একটি বিশেষ স্থান দখল করে আছে কিন্তু এটির নির্মাণ না হওয়া হতাশাজনক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here