নিউজ ডেস্ক,কলকাতাঃ
ঘোষণা ছিল পূর্বেই কার্যকরী হল আজ।যদিও ঘোষনার দিন থেকেই কনডাক্টরা যাত্রীদের কাছ থেকে বর্ধিত আকারে ভাড়া নিতে শুরু করে এবং তা নিয়ে যাত্রীদের মধ্যে কেউ কেউ বাদানুবাদ করলেও আমজনতা মেনেই বর্ধিত ভাড়াই গুনেছে।সরাকারি ভাবে আজ থেকেই চালু হল সরকারি বেসরকারি বাস মিনিবাস ট্যাক্সি ট্রাম ও ফেরির বর্ধিত পরিবহন ভাড়া।
ভাড়া বেড়ে বর্তমানে যে ট্যারিফ হয়েছে তা হল বেসরকারি বাসে প্রথম চার কিলোমিটারের জন্য সাতটাকা,চার থেকে বারো কিলোমিটারের জন্য নয় টাকা,বারো থেকে ষোলো কিলোমিটারের জন্য এগারোটাকা,ষোল থেকে চব্বিশ কিলোমিটারের জন্য বারো টাকা।
মিনিবাস এবং সরকারি বাসে প্রথম তিন কিলোমিটারের জন্য আট টাকা,তিন থেকে ছয় কিলোমিটারের জন্য নয় টাকা,ছয় থেকে দশ কিলোমিটারের দশ টাকা এবং দশ থেকে ষোল কিলোমিটারের জন্য এগারো টাকা।
ট্যাক্সিতে প্রথম দুই কিলোমিটারের জন্য ত্রিশ টাকা তারপর প্রতি কিলোমিটারে পনেরো টাকা করে।ট্রামে প্রথম চার কিলোমিটারের জন্য ছয়টাকা এবং তারপর সাতটাকা।ফেরি পরিবহনে প্রতিধাপে একটাকা করে ভাড়া বাড়ানো হয়ে ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584