সুদীপ পাল, বর্ধমানঃ
বিপজ্জনকভাবে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ জলের স্তর। মরুভূমি হয়ে যেতে পারে গোটা দেশ। তাই ভবিষ্যতে জলের যোগান বজায় রাখতে কীভাবে বৃষ্টির জলকে সংরক্ষণ করতে হবে সেই নিয়ে মানুষকে সচেতন করতে উদ্যোগী হল মানকর নিউ রয়েল ক্লাব। জল সংরক্ষণ এবং প্লাস্টিক বর্জন বিষয়ে এদিন সেমিনার অনুষ্ঠিত হল ক্লাব চত্বরে।
আরও পড়ুনঃ শালবনিতে কৃষকবন্ধু প্রকল্পে সাত পরিবারকে দুই লক্ষ টাকার অনুদান
নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতায় এই সেমিনার আয়োজিত হয়। সেমিনারে উপস্থিত ছিলেন ডঃ যোগজীবন গোস্বামী, সুদর্শন পাল, অধ্যাপিকা ডঃ শ্রাবন্তী ঘোষ, পিউ কর্মকার, অধ্যাপক আফাজউদ্দিন শেখ-সহ বিশিষ্টজনেরা।
যোগজীবনবাবু তাঁর বক্তব্যে ‘ই-বর্জ্য’ তৈরি হচ্ছে কীভাবে তার কথা বলেন। একই সাথে প্লাস্টিকের পরিবর্তে শালপাতা, মাটির ভাঁড় ব্যবহারের কথা বলেন। ক্লাব কর্তৃপক্ষের তরফে লক্ষ্মণ দাস বলেন, সমস্যার সমাধান এবং সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় জেনে শ্রোতা-সহ সংশ্লিষ্টরা উপকৃত হবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584