রাস্তায় সর্বসমক্ষে যৌনতা আর অপরাধ নয়

0
247

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

মেক্সিকোর নতুন আইনে খুশি প্রেমিক যুগল।মেক্সিকোর নতুন আইন অনুযায়ী রাস্তার মধ্যেই এবারে জমে উঠবে প্রেম থাকবে না কোন বাধা।  সম্প্রতি একটি বিদেশি ইংরাজি পত্রিকায় প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি খবর৷ সেখানে বলা হয়েছে,রাস্তার মধ্যে যৌন সম্পর্কে লিপ্ত হওয়াকে আর আইনত দণ্ডণীয় অপরাধ বলে মনে করে না মেক্সিকো৷সর্বসমক্ষে পথেই নির্দ্বিধায় যৌনতা উপভোগ করতে পারবেন যুগল৷

জানা গিয়েছে পরিবর্তন ঘটানো হয়েছে সিটি কাউন্সিল রেগুলেশন অ্যাক্টে৷সেখানে যুক্ত করা হয়েছে এই নয়া বিধি৷পাশাপাশি প্রশাসনের জন্যও লিপিবদ্ধ করা হয়েছে কয়েকটি নির্দেশ৷ বলা হয়েছে,কোনও যুগলকে রাস্তায় সর্বসমক্ষে যৌনতায় উন্মত্ত হতে দেখলে আর গ্রেপ্তার করতে পারবে না পুলিশ৷তবে শর্তও রয়েছে৷বলা হয়েছে, যদি ওই সঙ্গমের বিষয়ে কেউ অভিযোগ করে, সেক্ষেত্রে তা আইনত দণ্ডণীয় অপরাধ বলে গণ্য হবে৷আইনে বিশেষ করে উল্লেখ করা হয়েছে,এই আইন কখনওই প্রকাশ্যে ধর্ষণ করাকে মান্যতা দেয় না৷কেবল যুগলের প্রেমের সম্পর্ক থাকলেই এই আইন প্রযোজ্য হবে৷এই নয়া আইনকে স্বাগত জানিয়েছেন মেক্সিকোর যুব সমাজ৷ তাঁদের বক্তব্য,দীর্ঘদিন ধরেই তাঁদের পুলিশি জুলুমের মুখোমুখি হতে হয়৷রাস্তায় দাঁড়িয়ে চুম্বন করলেও তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়৷ টাকার বিনিময়ে মামলা থেকে রেহাই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয় পুলিশ৷এই আইনের পর পুলিশের জুলুমবাজি বন্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা৷

আরও পড়ুনঃ কোবরা কে চুমু দিয়ে বেঁচে দুই যুবক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here