নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
শুক্রবার ‘কাণ্ডারী’ সাহিত্য পত্রিকার প্ৰথম বর্ষের প্রথম সংখ্যার আত্মপ্রকাশ হল কলকাতার শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ ঘোষ মেমোরিয়াল হল ঘরে। সাহিত্যের নব কাণ্ডারী অজয় দত্তের সম্পাদনায় এবং কান্ডারীর কান্ডারীর মাহমুদাল হাসানের হাত ধরে উন্মোচিত হয় কাণ্ডারীর প্ৰথম সংখ্যা।
সাথে নতুন মাইলস্টোন।উপস্থিত ছিলেন বাংলার প্রথিত যশা বেশ কয়েকজন কবি সাহিত্যিক।
উপস্থিত ছিলেন কবিতা কুটির পত্রিকার সম্পাদক অতনু নন্দী, সভাপতি শুভ্রা দে, অঞ্জনা দেবনাথ। ছিলেন বাংলা রাইটার্স ফোরাম রাজ্য সম্পাদক কবি সাংবাদিক শ্যামল রায়, আল্পনার কবিতার সম্পাদক বিকাশ দাস (বিল্টু ) সহ অনেকে।
এছাড়াও “সনেট পাবলিকেশনের” হাত ধরে কবি শুভদীপ গাইনের একক কাব্যগ্রন্থ বিভক্ত কাব্যের দু’ লাইন এই মঞ্চে প্রকাশিত হয়।
সমগ্র বাংলা তথা বাইরের রাজ্য এমনকি লন্ডন প্রবাসী কবি প্রেমীদের সমারোহে কাণ্ডারী সাহিত্য পত্রিকা সাহিত্যের জগতে নব রূপে আত্মপ্রকাশ করে শতাধিক কবি তাঁদের কবিতা ও আবৃত্তি করে শোনায়।
আরও পড়ুনঃ পরিবেশ সচেতনতায় শিশু শিল্পীদের অভিনীত প্রচারধর্মী নাটক ‘মেয়েটির নাম মেঘ’
অনুষ্ঠানে শ্যামল রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, কবিরা পারেন কবিতার মধ্যে দিয়ে বিপ্লব ঘটাতে। কবিতা উৎসব হলো নবীন-প্রবীণ কবিদের মধ্যে মেলবন্ধন সেতু তৈরি হয়।
এছাড়াও এক ঝাঁক চাঁদের হাটের সমারহে অনুষ্ঠান সমাপ্তি হয়। সমুদ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অমৃতা হালদার রায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584