সোশ্যাল মিডিয়ার পেজে পুজো

0
66

সুদীপ কুমার খাঁড়া,পশ্চিম মেদিনীপুরঃ

পূজার মরসুমে সক্রিয় রয়েছে সোশ্যাল মিডিয়ায় নানা গ্রুপ ও পেজ।।এই গ্রুপ গুলো দ্রুততার সাথে বিভিন্ন পূজার এক্সক্লুসিভ ছবি পৌঁছে দেওয়ার চেষ্টা করছে তাদের সদস্য ও ফলোয়ারদের কাছে। এইরকম শুধুমাত্র পূজা কেন্দ্রিক এইরকম একটি গ্রুপ হচ্ছে “পশ্চিম মেদিনীপুরের পুজো,দেখবে ঠাকুর তুমিও”। এই গ্রুপের ও পেজের এডমিনরা নিজে বা কোন কোন ক্ষেত্রে ফলোয়ার দের সাহায‍্য নিয়ে মূলত পশ্চিম মেদিনীপুর জেলা তৎসহ ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরের জেলা বেশ কিছু পূজার মন্ডপ,প্রতিমা ও পূজার বিশেষত্ব তুলে ধরছেন তাদের ফলোয়ার দের কাছে।

নিজস্ব চিত্র

কখনো পূজা প্রক্রিয়া, কখনো পূজার উদ্বোধনী অনুষ্ঠান লাইভ করা হচ্ছে পেজের মাধ্যমে। শনিবার এই পেজে লাইভ হবে মেদিনীপুর শহরের ২৬৬ বছরের পুরনো ঘোষ বাড়ির জগদ্ধাত্রী পুজোয় কুমারী পূজার লাইভ ভিডিও। এবছর এই পেজের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বাছাই ১৭ টি পূজা মধ‍্যে দর্শকদের অনলাইন ভোটিং এর মাধ্যমে সেরা পূজা কমিটি গুলোকে শারদ সম্মান প্রদান করা হয়।’দেখবে ঠাকুর তুমিও ‘ এই পেজটি ২০১৪ সালে শুরু করেন সাত‍্যকি দাস মহাপাত্র। বছর খানেক পরে যুক্ত হন দেবাঙ্কর দে,সুহম নন্দী, গোপাল দাসরা।

নিজস্ব চিত্র

এই মুহুর্তে দুই জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন এডমিনরা।মূল এডমিন সাত‍্যকি দাস মহাপাত্রের কথায়, ‘বর্তমান ব‍্যস্ত সময়ে চতুর্দিকে ঘুরে অনেক ক্ষেত্রে সব পূজার সবার পক্ষে দেখে ওঠা সম্ভব হয় না। আমরা আমাদের পেজের মাধ্যমে সবাইকে সব ঠাকুর দেখানোর কিছুটা চেষ্টা করছি’। অনেকে কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকায় নিজের এলাকার পূজা দেখতে পাননা, আবার দূরবর্তী জায়গায় সবাই যেতে পারেন না,তাঁরা এই পেজে প্রতিমা দেখতে পারেন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here