নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কৃষক আন্দোলনের সমর্থনে পাঞ্জাবের ডিআইজি পদ থেকে ইস্তফা দিলেন আইপিএস লক্ষ্মীন্দর সিং ঝাকর। পাঞ্জাবের কারা বিভাগের ডিআইজি পদে কর্মরত ছিলেন তিনি। শনিবারই ইস্তফাপত্র জমা দেন ঝাকর, পদত্যাগের যাবতীয় বিধি সম্পন্ন করেছেন তিনি।
ইস্তফা গ্রহণে কোনো সমস্যা না হওয়ারই কথা এমনটাই জানিয়েছেন তিনি।উল্লেখ্য, এই বছর মে মাসে ঘুষকাণ্ডে আইপিএস লক্ষ্মীন্দর সিং ঝাকরকে বহিষ্কার করা হয়। আবার দু’মাস আগেই ফের পদ ফিরে পান ৫৬ বছর বয়সী এই আইপিএস আধিকারিক। ঝাকর তাঁর ইস্তফাপত্রে জানিয়েছেন, তাঁর পদত্যাগ যাতে অবিলম্বে মঞ্জুর করা হয় সেজন্য তিনি তিন মাসের বেতন ও অন্যান্য পাওনা জমা করতে প্রস্তুত।
আরও পড়ুনঃ কৃষকদের সাহায্য করতে সরকার দায়বদ্ধ, শনিবার বার্তা মোদীর
লক্ষ্মীন্দর সিং ঝাকরের ইস্তফার বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাবের এডিজিপি (কারা) প্রবীণ কুমার সিনহা ডিআইজি।প্রশ্ন ওঠে হঠাৎ পদত্যাগ করলেন কেন তিনি! লক্ষ্মীন্দর সিং ঝাকর অত্যন্ত গর্বের সঙ্গে জানান, তিনি প্রথমে একজন কৃষক সন্তান তার পরে তিনি পুলিশ। তাঁর বাবা একজন কৃষক। ঝাকর বলেন, তাঁর পড়াশুনা থেকে শুরু করে জীবন ধারণের যাবতীয় প্রয়োজন মিটেছে তাঁর পরিবারের কৃষি জমি থেকে আয় হওয়া অর্থ দিয়ে।
আরও পড়ুনঃ জিও সিমকার্ড বয়কটের আহ্বান আন্দোলনরত কৃষকদের
তাঁর ৮১ বছরের বৃদ্ধা মা এখনও ক্ষেতের কাজ দেখাশোনা করেন। কৃষকদের আন্দোলন নিয়ে তাঁর কী মতামত?জানতে চান তাঁর মা, অত্যন্ত আবেগের সঙ্গে তিনি বলেন, মায়ের ওই প্রশ্নের জবাব সেই মুহূর্তে তিনি দিতে পারেননি এমনকি মায়ের চোখের দিকে তাকাতে পারেননি পর্যন্ত; তাই সিদ্ধান্ত নেন চাকরিতে ইস্তফা দেওয়ার।
আরও পড়ুনঃ নয়া তিন কৃষি আইনের বৈধতা নিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ ভারতীয় কিষান ইউনিয়ন
তাঁর মা তাঁকে অনুপ্রেরনা দিয়েছেন বিক্ষুব্ধ কৃষকদের পাশে থেকে তাঁদের সমর্থন করার জন্য, এমনটাই বললেন পদত্যাগী আইপিএস। এখন দ্রুত দিল্লিতে গিয়ে আন্দোলনে যোগ দেবেন তিনি, এমনটাই বললেন লক্ষ্মীন্দর সিং ঝাকর। ১৪ পাঞ্জাব রেজিমেন্টের ক্যাপটেন (১৯৮৯-৯৪) হিসাবে কাজ শুরু করলেও পরে আইপিএস পদে চাকরি করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584