বিকেলে বেরোলে খুঁড়িয়ে বাড়ি যেতে হবে, হুঁশিয়ারি দিয়ে প্রচার প্রধানের

0
127

শ্যামল রায়, পূর্বস্থলীঃ

শুক্রবার ছিল লকডাউনের ১২ তম দিন। এদিন মারন ভাইরাস নিয়ে মানুষকে সতর্ক করতে মাইক নিয়ে প্রচার করলেন পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজ গাঙ্গুলী।

spread awareness | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন তিনি প্রচার করতে গিয়ে জানিয়েছেন যে সবাইকে লকডাউন মেনে চলতে হবে। শুধু তাই নয়,কোনো ভাবেই ঘর থেকে বের হওয়া যাবে না। একমাত্র বিশেষ প্রয়োজনে বেরিয়ে আবার বাড়িতে ঢুকে যেতে হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে বিকেলে বের হন, তাহলে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি যেতে হবে। এমনই কড়া হুঁশিয়ারি দিলেন পঙ্কজবাবু।

আরও পড়ুনঃ ফেসবুক পোষ্টে রেসপন্স করে রক্তদান, চন্দ্রকোনা-গড়বেতার পাশে এবার মেদিনীপুর

awareness | newsfront.co
সচেতনামূলক প্রচার। নিজস্ব চিত্র

এমনকি করোনা ভাইরাস হেঁটে হেঁটে কারো বাড়িতে যাবে না, বরং অন্য কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার থেকেই এই মারণব্যাধি ছড়িয়ে পড়তে পারে। তাই সতর্কতা দিয়ে মানুষকে সচেতন এবং সাবান দিয়ে হাত ধোয়ার কথা মাইকে প্রচার করেন তিনি।

আরও পড়ুনঃ লকডাউনে রেশন কার্ড না থাকলেও মিলবে খাবার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এর পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বাজার এবং গ্রামে কোন আড্ডা নয়, কোন জমায়েত নয়, দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজ সেরে ঘরে থাকার আহ্বান জানান তিনি। ইতিমধ্যে জনবহুল এলাকা থেকে বিভিন্ন বাজার সরানো হয়েছে এবং বিভিন্ন মুদিখানার দোকান চত্বরে গণ্ডি কেটে দেওয়া হয়েছে। যাতে মানুষ একসাথে না থেকে দূরত্ব বজায় রেখে জিনিসপত্র কেনাকাটা করতে পারে।

যদিও পঞ্চায়েত প্রধানের এই রকম প্রচারে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন বলে এলাকা সূত্রে খবর।অনেকেই বলছেন প্রধান সাহেব হুঁশিয়ারি না দিয়ে অন্য ভাবে আমাদের সর্তকতা করলে আমরা অনেকেই খুশি হতাম।তবে পূর্বস্থলী এলাকায় দেখা গিয়েছে বাজারসহ স্বাস্থ্যকেন্দ্র বিভিন্নস্থানে যুবকদের ভিড় যথেষ্ট লক্ষ্যণীয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here