নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
যেখানে মহামারীর নোভেল করোনা ভাইরাসের জন্য রাজ্য স্বাস্থ্য দফতর থেকে রাজ্য প্রশাসনের তরফে বারবার বলা হলেও লকডাউনের নিয়মকে তোয়াক্কা না করে কিছু ব্যক্তি পথে নামছে। এমনই ছবি, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে দেখা গেলেও শুক্রবার সকালের ছবিটা কিন্তু বিশেষ বদল হয়নি।
সংখ্যায় কম হলেও কিছু মানুষকে রাস্তায় নামতে দেখা গিয়েছে। আর এই পরিস্থিতি সামাল দিতে কোলাঘাট থানার পুলিশের পক্ষ থেকে ৬নং জাতীয় সড়কে শুরু হয়েছে নাকা চেকিং।
আরও পড়ুনঃ ফেসবুক পোষ্টে রেসপন্স করে রক্তদান, চন্দ্রকোনা-গড়বেতার পাশে এবার মেদিনীপুর
তাছাড়া অকারণে রাস্তায় নামলে নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থাও। এদিন এই তদারকির নেতৃত্বে ছিলেন কোলাঘাট থানার ওসি রাজকুমার দেবনাথ।
মূলত এই করোনা ভাইরাসের জেরে রাজ্য স্বাস্থ্য দফতর থেকে রাজ্য প্রশাসনের নির্দেশ না মেনে এমন এভাবে পথে-ঘাটে ঘুরছে, অসচেতনতা মূলক কিছু ব্যক্তি। সেই পরিপ্রেক্ষিতে একদিকে যেমন নিন্দার ঝড় উঠেছে রাজ্য স্বাস্থ্য দফতর গুলিতে। সেই জন্যই এই ব্যবস্থা বলে সূত্রের খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584