ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
আজ ৯ অগাস্ট, বিশ্ব আদিবাসী দিবস। ‘আদিবাসী’ শব্দটি এসেছে সংস্কৃত থেকে। ‘আদি’ অর্থ ‘মূল’ এবং ‘বাসি’ অর্থ ‘আদিবাসী’।সুতরাং আদিবাসী কথাটির অর্থ ধরা যায় দেশীয় লোক বা Indigenous People। আদিবাসীদের অধিকার, মানবাধিকার ও স্বাধীনতাসংক্রান্ত বিষয়সমূহ নিয়ে ১৯৮২ সালের ৯ই অগাস্ট জাতিসংঘের আদিবাসী জনগোষ্ঠীবিষয়ক ওয়ার্কিং গ্রুপ-এর প্রথম সভা অনুষ্ঠিত হয়।
এই দিনটিকে স্মরণ করার জন্য আদিবাসীদের অধিকার রক্ষা ও উন্নয়নের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে জাতিসংঘ ১৯৯৪ সালের ২৩শে ডিসেম্বর ঘোষণা করে যে, এবার থেকে ৯ই অগাস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করা হবে। আদিবাসীরা জঙ্গলপূর্ণ প্রকৃতির সন্তান। অরণ্য সম্পদ সংগ্রহ করা তাঁদের জীবনধারণের প্রধান অবলম্বন। অরণ্যের সাথে আদিবাসী সমাজ ওতপ্রোতভাবে জড়িত থাকার কারণে অরণ্য সম্পদ এদের জন্মগত অধিকার। দারিদ্র্য এবং অভাব-অনটনে উপজাতিদের জীবনের নিত্য সঙ্গী।
সারা বিশ্বে যেমন ছড়িয়ে রয়েছে বিভিন্ন জনজাতি তেমনই রয়েছে আমাদের দেশেও। আমাদের রাজ্যে মূলত জঙ্গল মহল অঞ্চলে বেশ কিছু আদিবাসী গোষ্ঠীকে দেখা যায়, যেমন সাঁওতাল, হুল, শবর ইত্যাদি। আজ সোমবার বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করলেন তাঁরাও।
আরও পড়ুনঃ বিশ্ব আদিবাসী দিবসের সূচনা করে ঝাড়গ্রামে নৃত্যের ছন্দে মাতলেন মুখ্যমন্ত্রী
রাজ্যের বহু জায়গায় পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। তেমনই পুরুলিয়া জেলার বরাবাজার থানাতেও একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হলো বিশ্ব আদিবাসী দিবস। থানার আইসি সৌগত ঘোষ ও অন্যান্য পুলিশ কর্মীরা স্থানীয় এই জনজাতিদের সঙ্গে মেতে উঠলেন তাঁদের এই বিশেষ দিনটিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584