নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
জীবনাবসান প্রিন্স ফিলিপের। ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের ৭৩ বছরের দাম্পত্য জীবন থমকে গেলো প্রিন্সের মৃত্যুতে। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৯৯ বছর।
শুক্রবার বাকিংহাম প্যালেস সূত্রে জানানো হয় উইন্ডসর প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রিন্স ফিলিপ। বাকিংহাম প্যালেসের তরফে জানানো হয়,” ভারাক্রান্ত হৃদয়ে রানী দ্বিতীয় এলিজাবেথ তাঁর স্বামী ডিউক অফ এডিনবরার মৃত্যুর কথা জানাচ্ছেন। আজ সকালে উইন্ডসর প্যালেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।”
ডিউক অফ এডিনবরার শ্রদ্ধা জ্ঞাপনে সে দেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে আজ। প্রিন্স ফিলিপ তাঁর জীবদ্দশায় নির্দেশ দিয়েছিলেন যে তাঁর শেষকৃত্যে কোনো আড়ম্বর যেন না দেখানো হয়। এমনকি, ওয়েস্ট মিনস্টার হলেও যেন তাঁকে সমাধিস্থ না করা হয়। তাঁর শেষ ইচ্ছা মেনেই, সম্ভবত ফ্রগমোর কটেজের বাগানেই তাঁকে সমাধিস্থ করা হবে, জানা গিয়েছে রাজ পরিবার সূত্রে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584