মনিরুল হক, কোচবিহারঃ
প্রয়াত হলেন বঙ্গরত্ন পুরষ্কার প্রাপ্ত ষাইটোল সম্রাজ্ঞী ফুলতি গিদালি। আজ তার পুটিমারির শিমুলতলার বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যু কালে তার বয়স ছিল ১০৮ বছর।
জানা গেছে, দীর্ঘদিন ধরতে তিনি অসুস্থ ছিলেন। শ্বাসকষ্ট জনিত কারনে সম্প্রতি দিনহাটা মহকুমার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে একটু সুস্থ হলে বাড়ি ফিরে আসেন। তারপর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। আজ তাঁকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত নেওয়ার আগে নিজের বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়।
আজ তার দেহ সৎকার করা হবে স্থানীয় এক শ্মশানে।
ফুলতি গিদালি ২০১০ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে একাডেমী সম্মান পান। ২০১৩ সালে তিনি বঙ্গরত্ন সম্মান পান। এছাড়াও তিনি নায়েব আলি টেপু স্মরণ সমিতি পুরস্কার পান তিনি। আজ তার মৃত্যুতে কোচবিহার মানুষ শোকাহত।
আরও পড়ুনঃ জামিনের আবেদন নাকচ, পাঁচদিনের সিবিআই হেফাজত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের
এদিন এবিষয়ে প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় বলেন, আজ আমরা হারালাম ষাইটোল সম্রাজ্ঞী ফুলতি গিদালিকে। তার বয়স ১০৮ বছর পেরিয়ে গেছে। তিনি ২০১০ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে একাডেমী সম্মান পান। ২০১৩ সালে মমতা বন্ধোপাধ্যায়ের হাত দিয়ে তিনি বঙ্গরত্ন সম্মান পান। তার এই প্রয়াণে আমরা শোকাহত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584