মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
বিশ্বজুড়ে এখন একটা অসুখ বিরাজমান। সেটা হলো করোনা ভাইরাস। যার জেরে গোটা পৃথিবীতে মৃত্যুমিছিল শুরু হয়ে গিয়েছে। এমতাবস্থায় হাইড্রক্সিক্লোরোকুইনে সুস্থ হয়ে উঠছেন অনেকেই। এই ওষুধ মূলত ম্যালেরিয়া প্রতিরোধ করতে সহায়তা করে।
হাইড্রক্সিক্লোরোকুইনে করোনা ভাইরাস প্রতিরোধ করাও কিছুক্ষেত্রে সম্ভব হয়েছে। সেই হার প্রায় ১৮-২০শতাংশ। তা গত একমাস এই ওষুধের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র।
আরও পড়ুনঃ পাঞ্জাবেও লকডাউনের মেয়াদ বাড়ল ৩০শে এপ্রিল পর্যন্ত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে হাইড্রক্সিক্লোরোকুইন নামক ওষুধটির রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলতে আর্জি জানিয়েছিলেন। তাই এখন বাজারে হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। মূলত সিঙ্কোনা গাছের ছাল থেকে তৈরি হয় ক্লোরোকুইন।
দার্জিলিং পার্বত্য এলাকায় এই গাছ বেশি দেখা যায়। ম্যালেরিয়ার পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধেও ক্লোরোকুইন ব্যবহার করায় চাহিদা বেড়েছে ওই ওষুধের। ইউএস, ইতালি, স্পেন, ব্রাজিলের মতো করোনা সংক্রমিত দেশে রপ্তানি করা হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন।
আর সেই কারণেই দেশের এই দুর্দিনেও আয়ের মুখ দেখছে সিঙ্কোনা চাষিরা। বেঙ্গল কেমিক্যালে এই ওষুধ তৈরি করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এতেই আরও আশায় বুক বাঁধছেন সিঙ্কোনা চাষিরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584