নিজস্ব সংবাদদাতা, কাকদ্বীপঃ
দেশের স্বাধীনতার ৭৫ বছরকে সামনে রেখে অনুষ্ঠিত হল ক্যুইজ প্রতিযোগিতা। ভারতের স্বাধীনতা আন্দোলন বিষয়ক শ্রেণি ভিত্তিক কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল, ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘স্বাধীনতার অমৃত মহোৎসব’। সুন্দরবন ক্যুইজ ফোরামের উদ্যোগে এই অনুষ্ঠানটি কাকদ্বীপ শিশু শিক্ষায়াতন হাইস্কুলে অনুষ্ঠিত হয়।
প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি বিভাগে প্রথম হন সৌমার্য মাইতি ও রাজেশ্বরী মন্ডল, দ্বিতীয় হন শৌর্য চক্রবর্তী ও প্রনিত হালদার, তৃতীয় হন মৈত্রেয় জানা ও ইপ্সিতা সিংহ। অন্যদিকে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি বিভাগে প্রথম হন সৌভিক দিন্ডা ও আরমান আলি খান, দ্বিতীয় হন সৃজিতা সামন্ত ও মনোমিতা মান্না, তৃতীয় হন হিমাদ্রী হালদার ও সৃজা বিশ্বাস।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রবীর কুমার খাটুয়া, ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি প্রদীপ কুমার প্রামাণিক সহ সংগঠনের অন্যান্য সদস্য-সদস্যারা। প্রায় ২০০ ছাত্রছাত্রী ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে এই ক্যুইজ দারুণ ভাবে উপভোগ করে।
প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের ট্রফি ও বই পুরস্কার হিসেবে দেওয়া হয়। ফাইনালিস্ট আটটি টিমকেই পুরস্কার হিসেবে বই দেওয়া হয়েছে। পাশাপাশি সবাইকে ‘গোবর্দ্ধন মান্না স্মৃতি পুরস্কার’ দেওয়া হয়েছে । অংশগ্রহণকারী সকল ছাত্র ছাত্রীদের চারাগাছও উপহার হিসেবে দেওয়া হয়। ক্যুইজ মাস্টার হিসেবে উপস্থিত ছিলেন সন্দীপন দাস, হিমাদ্রী মন্ডল, সৌগত প্রধান, সঞ্জয় মাইতি প্রমুখ।
আরও পড়ুনঃ কোল উপজাতির হো ভাষার লিপির আবিষ্কারক কোল লাকো বাদরার ১০২ তম জন্মদিবস উদযাপন
এই অনুষ্ঠান সফল করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন সুন্দরবন ক্যুইজ ফোরামের শুভানুধ্যায়ী এস জি আকাদেমি, জিসা পলিক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার,স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত, শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত , কাকদ্বীপ শিশু শিক্ষায়াতন হাইস্কুল প্রভৃতি প্রতিষ্ঠান। পাশাপাশি সহযোগিতার হাত বাড়ান কবিতা মান্না, জয়ন্ত বিশ্বাস সহ অন্যান্য শুভানুধ্যায়ীরা। ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে তাঁরা আরও এই ধরনের কর্মসূচি গ্রহণ করবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584