সুদীপ কুমার খাঁড়া,খড়্গপুর
খড়্গপুর শহরের কুইজ প্রেমীরা মাতলেন কুইজ ক্রুসেডে। রবিবার খড়্গপুর শহরের গোলবাজারে অবস্থিত দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো রাজ্য স্তরের ওপেন টু অল কুইজ প্রতিযোগিতা। যার পোষকী নাম রাখা হয়েছিল “খড়্গপুর কুইজ ক্রুসেড”।
আয়োজন করেছিলেন বাল্যকাল থেকে কুইজপ্রেমী অভিন্নহৃদয় তিন বন্ধু ধীমান চক্রবর্তী, নবাঙ্কুর ঘোষ ও শ্বাশত আচার্য। রাজ্য স্তরের এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত কুইজের সেরা ৪০ টি দল। খড়্গপুর আই আই টি থেকে শুরু করে কলকাতা, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া,মেদিনীপুর, খড়্গপুর, ঝাড়গ্রাম, হুগলি, হলদিয়া, তমলুক, কাঁথি,বাগনান, চন্দ্রকোনা রোড, ঘাটাল প্রভৃতি বিভিন্ন এলাকার কুইজাররা এতে অংশ নেন।
প্রাথমিক রাউন্ডের পর মোট ৬ টি দলকে নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম স্থান দখল করেন আই আই টি দুই ছাত্র পীযূষ কেডিয়া ও অভিমন্যু ভারদে, দ্বিতীয় স্থান পান অর্নবজ্যোতি পাল ও সৌম্য গুছাইত, তৃতীয় হন সায়ন বন্দ্যোপাধ্যায় ও দেবায়ূধ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন অধ্যাপক তপন কুমার পাল, সিলভার জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রভাস রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কুইজ প্রতিযোগিতার প্রশ্ন বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় করা হয়। আয়োজকদের পক্ষে ধীমান চক্রবর্তী জানান খড়্গপুর শহরে এই ধরনের রাজ্য স্তরের ওপেন টু অল কুইজ প্রতিযোগিতা এই প্রথম অনুষ্ঠিত হলো। নবাঙ্কুর ঘোষ ও শ্বাশত আচার্য জানান খড়্গপুর শহরে কুইজ কে আরো জনপ্রিয় করতে তাঁরা এই উদ্যোগ নিয়েছিলেন। রবিবারের বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মাঝেও অডিও ভিসুয়াল কুইজ দেখতে ভীড় জমিয়েছিলেন বহু কুইজপ্রেমী মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584