মেদিনীপুর কুইজ কেন্দ্রের উদ্যোগে কুইজ কর্মশালা

0
53

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ

মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রবিবার মেদিনীপুর কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হলো দুদিনের কুইজ কর্মশালার প্রথম দিনের কর্মসূচি। দ্বিতীয় পর্বের কর্মসূচি অনুষ্ঠিত হবে ২৯ শে মে রবিবার। এদিনের কুইজ কর্মশালার উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের অধ্যাপক ড.অরুনাভ প্রহরাজ।

নিজস্ব চিত্র

এদিনের কর্মশালার মূল উদ্দেশ্য ছিল কিভাবে একজন ভালো কুইজার হওয়া যায়। কর্মশালায় অডিও ভিজুয়াল মাধ্যমে শিক্ষার্থীদের কুইজের খুঁটিনাটি বুঝিয়ে দেন প্রশিক্ষকরা। প্রশিক্ষক হিসেবে পূর্ব মেদিনীপুরের মেছেদা থেকে উপস্থিত ছিলেন কুইজ মাস্টার শিক্ষক কৃষ্ণপ্রসাদ ঘড়া,কাঁথির থেকে উপস্থিত ছিলেন কুইজ মাস্টার শিক্ষক সোমনাথ ঘোড়াই, মেদিনীপুর থেকে উপস্থিত ছিলেন কুইজ মাস্টার শিক্ষক অরিন্দম দাস, কুইজ মাস্টার শিক্ষক শান্তনু ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক স্নেহাশিস চৌধুরী। কর্মশালার আহবায়ক অরিন্দম দাস বলেন, কুইজ কেন্দ্রের উদ্যোগে অনেক বড়ো মাপের কুইজ প্রতিযোগিতার আয়োজন হলেও এই ধরনের সব বয়েসের শিক্ষার্থীদের নিয়ে ধরণের কর্মশালা এই প্রথমবার তারা আয়োজন করেছেন। কর্মশালার মূল উদ্দেশ্য ছাত্র ছাত্রীদের মধ্যে কুইজের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলা। ছেলে মেয়েরা যাতে মোবাইল গেম,সোশ্যাল মিডিয়ায় অত্যধিক আসক্ত না হয়ে পড়ে, সেজন্যই এমন কর্মশালার আয়োজন।  প্রথম দিনের কর্মশালায ৬০ জন শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ জলঙ্গি নদী বিষয়ে সচেতনতার বার্তা দিতে আখেরীগঞ্জ থেকে মায়াপুর সাইকেল ভ্রমণ

অভিভাবক পিয়ালী পান্ডা জানান, তিনি ছেলেকে নিয়ে এই কর্মশালায় যোগ দিয়েছিলেন। ছেলে অত্যন্ত খুশি এমন একটি অনুষ্ঠানে অংশ নিতে পেরে। তিনি নিজেও অনেক সমৃদ্ধ হয়েছেন এই কর্মশালায় উপস্থিত থাকতে পেরে।ছেলে দেবনীল ও কন্যা শ্রেয়সীকে নিয়ে কর্মশালায় উপস্থিত ছিলেন বেলিয়াবেড়া কে সি এম হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সুব্রত মহাপাত্র। তিনি কুইজ কেন্দ্রের এই ধরণের উদ্যোগের প্রশংসা করছেন। পাশাপাশি তিনি জানান দ্বিতীয় পর্বের কর্মশালায় তিনি নিজে শিক্ষার্থী হিসেবে যোগ দিতে চান। কর্মসূচি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান কুইজ কেন্দ্রের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক সুভাষ জানা। কুইজ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন সুতপা বসু, শবরী বসু চৌধুরী,অপূর্ব কুমার জানা,ভাস্করব্রত পতি,চঞ্চল হাজরা,সৌনক সাউ, নরসিংহ দাস,স্বর্ণলতা বেরা, মনোরঞ্জন মান্না,অন্তরা বসু জানা, শুভ্রাংশু শেখর সামন্ত, সুদীপ কুমার খাঁড়া,শুভরাজ আলি খান প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here