কোচবিহার বইমেলার উদ্বোধনে রবীন্দ্রনাথ

0
46

মনিরুল হক, কোচবিহারঃ

শুরু হল কোচবিহার জেলা বইমেলা। এই উপলক্ষে শহীদবাগ থেকে রাসমেলা মাঠ পর্যন্ত ‘বইয়ের জন্য হাঁটুন’ এই স্লোগানকে সামনে রেখে একটি পদযাত্রারও আয়োজন হয়। সোমবার কোচবিহার রাসমেলার মাঠে এই মেলার সূচনা করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

নিজস্ব চিত্র

এছাড়াও এই উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের বিনয় কৃষ্ণ বর্মণ, কোচবিহার জেলা সভাধিপতি উমাকান্ত বর্মণ, বিধায়ক জগদীশ রায় বসুনীয়া, হিতেন বর্মণ প্রমুখ। এই অনুষ্ঠানে পৌরহিত্য করেন জেলা শাসক পবন কার্ডিয়ান।
পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার পরিষেবা অধিকারের আর্থিক সহযোগিতায় এবং স্থানীয় গ্রন্থাগার কৃত্যক আয়োজিত এই মেলা চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। কোচবিহার জেলা বইমেলা কমিটির পক্ষ থেকে জেলার দুই প্রতিভাবান কবি অরুণেশ ঘোষ ও সাহিত্যিক অমিয় ভূষণ মজুমদারকে পুরস্কৃত করা হয়। এবছর কবি অরুণেশ ঘোষ স্মৃতি পুরস্কার পেলেন ভ্রাম্যমাণ গ্রন্থাগারিক সন্তোষ দে সরকার ও অমিয় ভূষণ মজুমদার পুরষ্কার পেলেন কবি সুবীর সরকার।

নিজস্ব চিত্র

এদিন অনুষ্ঠানের সূচনা করে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, আজকের যান্ত্রিক যুগেও বইয়ের কোন বিকল্প নেই। মানুষ তার জ্ঞানের পরিধিকে বাড়াতে আজও বইকে সঙ্গী করে থাকে। বই আসলে আমাদের জীবনের অন্যতম বন্ধু। পড়ার চর্চা বাড়াতে আমরা তাই জেলায় জেলায় বইমেলার আয়োজন করে থাকি। আমরা সকলের প্রতি আবেদন রাখছি ‘ বই ধরো-বই পড়ো গ্রন্থাগার’-এ আসো। এবারে এই বইমেলায় ১৩৫টি স্টল রয়েছে। বইমেলা সময়কালে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক মঞ্চে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এইদিন বইমেলা উপলক্ষে একটি স্মরণিকাও প্রকাশ হয় ওই সাংস্কৃতিক মঞ্চে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here