নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে লেপার্ডের গলায় পরানো হল রেডিও কলার। কলার পড়িয়ে লেপার্ডটিকে রায়ডাক জঙ্গলে ছেড়ে দেওয়া হল শনিবার।

বনকর্তাদের দাবি, উন্নত প্রযুক্তির রেডিও কলারের মাধ্যমে বন্যপ্রাণের স্বাভাবিক জীবনযাপনে কোনও প্রভাব না ফেলেই তাদের উপর নজরদারি চালানো যাবে।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে কুমারগ্রামের কার্তিক চা-বাগানে খাঁচায় ধরা পড়ে একটি লেপার্ড। সেটির উপর দুদিন পর্যবেক্ষণ চালানোর পর বনদফতর ও বন্যপ্রাণ বিভাগের উদ্যোগে লেপার্ডটিকে রেডিও কলার পরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জার্মানিতে তৈরি উন্নত প্রযুক্তির এই রেডিও কলার এদিন ওই চিতাবাঘটির গলায় পরানো হয়।
আরও পড়ুনঃ কেশপুরে বিজেপি কার্যালয় ভাঙচুর
এর আগেও জলদাপাড়া ও বক্সার জঙ্গলে এভাবে লেপার্ডের গলায় রেডিও কলার পরানো হয়। তাতে সাফল্যও মেলে। তাই আবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে লেপার্ডকে রেডিও কলার পরানো হল।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভংকর সেনগুপ্ত বলেন, ‘চার বছর বয়সি একটি স্ত্রী লেপার্ডকে রেডিও কলার পড়িয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এই রেডিও কলারের মাধ্যমে লেপার্ডের গতিবিধি, খাদ্যাভাস সম্পর্কে নিশ্চিত ধারনা পাওয়া যাবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584