হরিয়ানায় কৃষকদের বিক্ষোভে লাঠি চালানোর অভিযোগ, প্রতিবাদে টুইট রাহুল-অমরেন্দ্রর

0
71

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

হরিয়ানার কার্ণাল জেলায় শনিবার বিক্ষোভরত কৃষকদের উপর লাঠি চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এদিন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের একটি সভার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন কৃষকরা। অভিযোগ, সেই সময় বিজেপির রাজ্য সভাপতি ওপি ধনখড়ের কনভয় আটকানোর চেষ্টা করেন এবং হাইওয়ের উপর বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। তখনই তাঁদের উপরে নির্বিচারে লাঠিচার্জ করতে থাকে পুলিশ।

Haryana Farmers protest
সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

কৃষকদের উপর এই নির্মম অত্যাচারের ঘটনার তীব্র প্রতিবাদ করে টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইটে একটি ছবিও শেয়ার করেন তিনি। সেই ছবিতে দেখা গিয়েছে এক কৃষকের সাদা পোশাকে ছোপ ছোপ রক্তের দাগ। শনিবার বিকেলে ঘটনার তীব্র প্রতিবাদ করে টুইটে রাহুল গান্ধী লেখেন, “আবারও রক্তপাত হল কৃষকদের। লজ্জায় নত হল দেশের মাথা।”

হরিয়ানায় বিক্ষোভরত কৃষকদের উপর এই নৃশংস অত্যাচারের বিরুদ্ধে সরব হন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং-ও। কৃষকদের বিক্ষোভের উপর লাঠিচার্জকে ‘সরকার-সমর্থিত আক্রমণ’ বলে বিজেপিকে তোপ দাগলেন তিনি। অমরেন্দ্র সিং বলেন, এই ধরণের নির্মম অত্যাচার কখনোই কাম্য নয়। এটা অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা। গতকাল, শনিবার এক বিবৃতিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং কৃষকদর উপর হরিয়ানা পুলিশের এই ‘নির্মম বর্বরতা’-র প্রতিবাদে শোকপ্রকাশ করেন।

আরও পড়ুনঃ সস্ত্রীক অভিষেককে দিল্লিতে তলব ইডি-র, ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি তৃণমূলের

অমরেন্দ্র সিং আরও বলেন, কৃষকদের উপর এই অত্যাচারের ঘটনা এই প্রথম নয়। ২০২০ সালের নভেম্বরেও হরিয়ানা পুলিশ, কৃষক আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনে যোগ দিতে দিল্লি সীমান্তের দিকে যেতে বাধা দিয়োছিল। সেইসময়ও আন্দোলনরত কৃষকদের উপর লাঠিচার্জ করে ‘নির্মম বর্বরতা’র পরিচয় দিয়েছিল হরিয়ানা পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here