মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক :
জল্পনা ছিলই। এবার সেই জল্পনা সত্যি করে তৃণমূলে যোগ দিলেন রায়গঞ্জের বিজেপি নেতা তথা বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন কৃষ্ণ কল্যাণী।
ঘাসফুল শিবিরে যোগ দিয়েই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, “বিজেপি কাজ করার পরিবেশ নেই। দলটাই ষড়যন্ত্র ছাড়া আর কিছু নেই। আমি গেরুয়া শিবিরে থেকে কাজ করার চেষ্টা করেছি। আর তার পরিবর্তে ষড়যন্ত্রের শিকার হয়েছি। তাই বাধ্য হয়ে ওই দল থেকে সরে এসেছি।” বিধায়ক কৃষ্ণ কল্যাণীর কথায়, কেন্দ্র সরকার মানুষের জন্য কোনো কাজ করছে না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের জন্য কাজ করছেন। তাতেই অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ স্বাস্থ্যসাথী কার্ডে সর্বাধিক ৫ হাজার টাকা পর্যন্ত টেস্ট করা যাবে, নয়া নির্দেশিকা ঘিরে প্রশ্ন
বেশ কয়েকদিন ধরেই পদ্ম শিবিরের বিরুদ্ধে সুর চড়াচ্ছিলেন কৃষ্ণ কল্যাণী। নাম না করে দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশও করেন তিনি। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেছিলেন, “এখানকার সাংসদ কখন আসেন, আর কখন যান, সে বিষয়ে আমরা কিছুই জানতে পারি না। এলাকার মানুষ কোনো প্রয়োজনে তাঁর দেখা পান না।”
পরবর্তীতে সাংবাদিক বৈঠক করে তিনি বলেছিলেন, “আমার মনে হয় এটা জানানো প্রয়োজন, তাই বলছি। যেদলে বিধায়কের কোনো সম্মান নেই, সেদল থেকে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ।” এই ঘটনার পর কৃষ্ণ কল্যাণীকে শোকজ করে রাজ্য কমিটি। এরপরই বিজেপির সঙ্গ ত্যাগ করে করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আর তখনই তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। এ নিয়ে শুরু হয় জল্পনাও। তারপর সেই জল্পনা সত্যি করে আজ, বুধবার তৃণমূলে যোগ দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584