নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা পরিস্থিতিতে দেশের সব ব্যাংকগুলোকে বিভিন্ন ঋনের ক্ষেত্রে তিন মাসের ইএমআই ছাড়ের কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক। কিন্তু নতুন মাস শুরু হতেই এই নিয়ে ব্যাপক জলঘোলা হয়।
বিভিন্ন ব্যাংক নিয়ম মেনেই গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যেই টাকা কাটতে শুরু করেছে। তাই রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংকের সদস্য হওয়ায়, রাজ্য সমবায় ব্যাংকের সিদ্ধান্ত মেনেই এই কাজ করা হচ্ছে।
আরও পড়ুনঃ চারমাস ধরে প্রাপ্য ইনসেন্টিভ না পাওয়ায় ক্ষুব্ধ আশা কর্মীরা
যদিও রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান রতন চৌধুরী এদিন এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে রায়গঞ্জের এই ব্যাংক কর্তৃপক্ষ পাশাপাশি ঘোষণা করেছে, ‘লকডাউন চলাকালীন যদি গ্রাহকদের বাড়তি টাকার প্রয়োজন হয়, তবে তারা এক লক্ষ টাকা পর্যন্ত বাড়তি টাকা তুলতে পারবেন’।
উল্লেখ্য, রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক থেকে উত্তর দিনাজপুর জেলায় সমস্ত শিক্ষক শিক্ষিকার মাসিক বেতন হয় এবং তাঁরা এখান থেকেই প্রয়োজন মতো ঋন নেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584