করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়াল রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক

0
38

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

নোভেল করোনা মোকাবিলায় রাজ্য সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। মুখ্যমন্ত্রীর রিলিফ ফাণ্ডে ৫ লক্ষ টাকা দান করল সমবায় ব্যাংক কর্তৃপক্ষ।

check distribution | newsfront.co
চেক প্রদান। নিজস্ব চিত্র

বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা শাসক অরবিন্দ কুমার মিনার হাতে ব্যাংকের চেয়ারম্যান তিলক চৌধুরী, ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার সুমন সরকার পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন।এছাড়াও এদিন তাঁদের সঙ্গে ছিলেন আরসিসিবি-র বোর্ড মেম্বার গৌতম পাল।

আরও পড়ুনঃ লকডাউন চলাকালীন দলীয় কার্যালয় বন্ধের নির্দেশ তৃণমূলের

আরসিসিবি ব্যাংকের সিইও সুমন সরকার বলেন, “এই মুহূর্তে নোভেল করোনা ভাইরাসের হানায় জেরবার গোটা বিশ্ব। দেশের পাশাপাশি রাজ্যেও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকে। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী লকডাউনের ডাক দিয়েছেন। এমন পরিস্থিতিতে রাজ্য সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাঁচ লক্ষ টাকা দান করা হয়েছে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে”।

এমনকি আগামীতেও সামাজিক নানান কর্মসূচিতে পাশে থাকার বার্তা দিয়েছেন সুমন বাবু। ইতিমধ্যেই রায়গঞ্জের ব্যবসায়ী তথা কল্যাণী গ্রুপ অফ ইণ্ডাষ্ট্রিজের অন্যতম কর্ণধার কৃষ্ণ কল্যাণী, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা দান করেছেন।

রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত তাঁর বিধানসভা এলাকার হাসপাতালে করোনা মোকাবিলায় পরিকাঠামো উন্নতি ও উপকরণ ক্রয়ের জন্য ১৫ লক্ষ টাকা দান করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here