প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
কেউ শহরে রয়েছেন, কেউবা আত্মীয়ের চিকিৎসার কাজে পারি দিয়েছেন ভিন রাজ্যে। কিন্তু ওয়ার্ডের সাধারন মানুষের পাশে যে ভাবেই হোক, দাঁড়ালেন তাঁরা। রায়গঞ্জ পুরসভার দুই তৃনমুল কাউন্সিলর- প্রসেনজিৎ সরকার এবং চৈতালী ঘোষ।
করোনার জেরে লকডাউনে অতি আবশ্যক পন্য ছাড়া সব ধরনের দোকানই বন্ধ। কিন্তু এই অবস্থায় কাজ না থাকায় উপার্জন নেই অনেকেরই। আর এতে অনেকেরই বেঁচে থাকার ন্যুনতম খাদ্য সামগ্রী কেনার সামর্থ্য নেই।
তাই এই সমস্যা কিছুটা কমাতে দুঃস্থ ওয়ার্ড বাসীদের পাশে দাঁড়ালেন রায়গঞ্জ পুরসভার কাউন্সিলররা।
ওয়ার্ডের সাধারন মানুষের হাতে তুলে দিলেন চাল,ডাল, আলু, সাবান ইত্যাদি। এ বিষয়ে রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর চৈতালী ঘোষ জানান, লকডাউনে রাজ্যের সাধারণ মানুষ যাতে কোনও অসুবিধায় না পড়েন, সেজন্য বিশেষ উদ্যোগী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ বিপদের সময় অসহায় মানুষের পাশে জেলার পুলিশ সুপার
তার নির্দেশে এই কাজ তিনি করেছেন। অন্যদিকে,পরিবারের চিকিৎসার জন্য ভিন রাজ্যে গেছেন প্রসেনজিৎ বাবু। তবুও এলাকার মা, ভাই, বোনেদের কথা মাথায় রেখে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি।
এদিন ফোনে প্রসেনজিৎ বাবু বলেন, “আমি নিজেও বহু দূরে রয়েছি। তার উপর লক ডাউনে আমার ওয়ার্ডের অনেকেরই টাকার জন্য চাল, আলু কিনতে পারছেন না বলে খবর পেয়েছি। তাদের কথা ভেবেই এই উদ্যোগ।”এই বিপদের দিনে কাউন্সিলরদের সাহায্যের হাত বাড়াতে দেখে যথেষ্ট খুশি বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584