প্রীতম সরকার, রায়গঞ্জঃ
এক দিকে করোনার জের তো অন্যদিকে লক ডাউন। এই দুইয়ের জেরে মাথায় হাত পরেছে মৃৎ শিল্পীদের। এদিকে আর কটা দিনের অপেক্ষা, সামনেই আসছে অন্নপূর্ণা, বাসন্তী পূজো ও রামনবমী। তারই মাঝে দরজায় আটকে দাঁড়িয়েছে মহামারী করোনা।
আরও পড়ুনঃ গুজবের জেরে উপচে পড়া ভিড় মাছিনান মার্কেটে
এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে দেশে ইতিমধ্যেই চলছে লকডাউন তথা করোনা কার্ফু। আর তার ফলেই এ বছরে বাদ পরেছে সমস্ত অনুষ্ঠান। আর এই সংক্রমণকে ঠেকাতে, তাই রায়গঞ্জের ঐতিহ্যবাহী পারিবারিক বাসন্তী পূজা আপাতত এ বছরের মতো বন্ধ রাখলেন গুহ পরিবার। সংক্রমণ রুখতে ভিড় এড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ওই পরিবার।
এ প্রসঙ্গে, রায়গঞ্জ কলেজ পাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত পরিবহণ কর্মী তথা ওই পরিবারের সদস্য স্বপন গুহ জানান, “করোনা সংক্রমণ ঠেকাতে মূর্তি গড়ার পরও পূজা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি আমরা। ৪৫ বছর ধরে আমাদের পরিবার এই পুজো করে আসছে।
প্রথমবার পুজো বন্ধ করতে কষ্ট হলেও সতর্কতার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। একই সঙ্গে করোনা রুখতে সচেতনতার পাশাপাশি দেবীর কাছে প্রার্থনাও করব। এছাড়াও মাটির তৈরি মায়ের মূর্তি পলিথিনে মুড়ে স্বযত্নে রেখে দেবে। আগামী বছর করোনা মুক্ত হয়ে আমরা পুজো করব”। গুহ পরিবারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584