প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
করোনার হাত থেকে নিজেদের ওয়ার্ডকে বাঁচাতে তৎপর হলেন রায়গঞ্জ পুর এলাকার কাউন্সিলররা। বৃহস্পতিবার সকাল থেকে নতুন উকিলপাড়া এবং কাশিবাটি এলাকা দূষনমুক্ত করলেন তৃণমূলের দুই কাউন্সিলর। এমনকি ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিরুদ্ধ সাহা এলাকার বিভিন্ন রাস্তাঘাট সহ পাড়ার বাড়িগুলির সামনেও কীটনাশক স্প্রে করেন।
তবে এদিন পুরসভার নিজস্ব তরল বস্তু বহনকারি ট্যাঙ্কিতে, স্যানিটাইজার নিয়ে এসে এলাকায় নিজের হাতে ছড়িয়ে দেন অনিরুদ্ধবাবু। তবে, পাড়ার যে সব ছোট গলিতে জায়গার অভাবে ওই ট্যাঙ্কি ঢোকানো সম্ভব হয়নি। সেখানে অতি শীঘ্রই ‘হ্যান্ড স্যানিটাইজার’ মেশিনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হবে বলে রায়গঞ্জ পুরসভা সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ করোনাকে উপেক্ষা করে দিনরাত অক্লান্ত পরিশ্রমকারী পুলিশকর্মীদের খাদ্য বিতরণ আইনজীবীর
পাশাপাশি, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নয়ন দাস একই ভাবে তাঁর নিজের ওয়ার্ডে কীটনাশক স্প্রে করেন। যদিও এ বিষয়ে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, “শহর জুড়ে তো বটেই, এছাড়াও পুর এলাকা লাগোয়া জায়গাগুলিতেও জীবাণুনাশক স্প্রে করার কাজ চলছে”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584