নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
মাধ্যমিকের ষষ্ট স্থানাধিকারী সাগ্নিককে বাড়িতে গিয়ে সংবর্ধনা জানিয়ে এলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। সাগ্নিকের হাতে পুষ্প স্তবক ও মিষ্টি তুলে দেন তিনি।এবছর মেধাতালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেছে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাগ্নিক সিংহ।
তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৭। ষষ্ঠ স্থান অধিকার করেছে মোট ১২ জন। রায়গঞ্জের বীরনগরের বাসিন্দা সাগ্নিক আগামীদিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায়। সে অঙ্কে ও জীবন বিজ্ঞানে ১০০, ভৌত বিজ্ঞানে ৯৯, ভূগোল ও ইতিহাসে ৯৮ এবং বাংলা ও ইংরেজিতে ৯৬ করে পেয়েছে।সাগ্নিক জানিয়েছে, তার প্রিয় বিষয় অঙ্ক। ছেলের সাফল্যে খুশি বাবা শুভদীপ সিংহ ও মা পুস্প সিংহ।
মা পুস্প দেবী জানিয়েছেন, ছোট বেলা থেকেই সাগ্নিক নিজের মত করে পড়াশোনা করত। প্রতিদিনের টাস্ক প্রতিদিন করে রাখত। পড়াশোনার জন্য তাকে কখনো খুব বেশি চাপ দিতে হয় নি। ছেলে ভাল ফল করবে এটা আগে থেকেই ভেবেছিলেন। ছেলের সাফল্যে খুশি হয়েছেন।’ এলাকার ছেলে এই সাফল্যের খবর শুনে তাকে সংবর্ধনা জানাতে এগিয়ে আসে পুরসভাও।
আরও পড়ুনঃ মাধ্যমিকে তাক লাগিয়ে দিল উস্থির ছেলে প্রিয়াংশু
এদিব রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ওয়ার্ডের বাসিন্দা সাগ্নিকের সাফল্যের খবর পেয়েই তাকে শুভেচ্ছা জানাতে বাড়িতে চলে যান। সাগ্নিকের হাতে পুস্পস্তবক এবং মিষ্টি তুলে দেন। সন্দীপবাবু বলেন, ‘রায়গঞ্জের ছেলে এবং আমার নিজের ওয়ার্ডের ছেলের এই সাফল্যে আমি গর্বিত।
আরও পড়ুনঃ মাধ্যমিকে ষষ্ঠ হয়ে বাজিমাত শিলিগুড়ির রিঙ্কিনির
রায়গঞ্জে লকডাউন চলছে। এই সময়ে এমন একটা সুখবর শহরের মানুষের মুখে হাসি এনে দিয়েছে।’এবছর ১৮ ফেব্রুয়ারি থেকে ২৭ শে ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু করোনা আবহে ফলপ্রকাশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। অবশেষে হল ফলপ্রকাশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584