সাফাই কর্মীদের মুখে আবরণ না থাকায়, মাস্ক বিতরণ পুরসভার চেয়ারম্যানের

0
105

প্রীতম সরকার, রায়গঞ্জঃ

লকডাউনে আটকে পরা পুর এলাকার দুঃস্থ বাসিন্দাদের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে ফিরছিলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। ফেরার পথে হঠাৎ বিধাননগর মোড়ে দেখতে পেলেন বিনা মাস্ক পরে সাফাই কর্মীরা রাস্তা পরিস্কার করছেন।

Swipper | newsfront.co
মাস্ক বিতরণ চেয়ারম্যানের। নিজস্ব চিত্র

পুরসভার চেয়ারম্যান হয়ে তিনি শহরবাসীকে করোনা সচেতনতা বোঝাতে মাস্ক ব্যবহার করতে অনুরোধ করছেন। আর সেখানে তাঁর দফতরের সাফাই কর্মীরা বিনা মাস্ককে রাস্তা পরিস্কার কেন করবেন। তাই তিনি নিজেই গাড়ি থেকে নেমে সাফাই কর্মীদের কাছ থেকে বিষয়টি জানতে চান।

Chairman | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সংক্রমণ এড়াতে টুঙিদিঘি হাট বন্ধের নির্দেশ জারি সরকারের

কোন উত্তর না মেলায়, সেই সময় তাঁর গাড়িতে রাখা মাস্ক এবং দস্তানা সাফাই কর্মীদের হাতে তুলে দেন তিনি।সেই সঙ্গে পরামর্শ দেন, যেন নিয়মিত তারা মাস্ক ব্যবহার করেন এবং সাবান দিয়ে হাত ধোয়া তো বটেই।এমনকি তাদের পরিবারের অন্য লোকেদেরও সেই নিয়ম মেনে চলারও পরামর্শ দেন সন্দীপবাবু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here