লকডাউন সফল করতে রাস্তায় নামলেন চেয়ারম্যান

0
40

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

লকডাউন সফল করতে এবার পথে নামলন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান। যেসব মানুষ, ব্যাবসায়ী দোকানদারেরা এখনও লকডাউনকে উপেক্ষা করে রাস্তায় বেড়িয়েছেন বা দোকান খোলা রেখেছেন, বৃহস্পতিবার তাদের বোঝাতেই রায়গঞ্জ শহরে অভিযানে নামেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস।

announce | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন চেয়ারম্যান নিজে মাইকিং করে মানুষকে সচেতন করার পাশাপাশি খুলে রাখা দোকান বন্ধ করার উদ্যোগ নেন। রায়গঞ্জ শহরে করোনা আক্রান্তের সংখ্যা ভয়াবহ ভাবে বাড়ছে। প্রায় প্রতিদিনই সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। রায়গঞ্জ শহরে চিকিৎসক, নার্স, ব্যাবসায়ী থেকে ক্রেতা বিক্রেতারা করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন।

আরও পড়ুনঃ মাদারিহাটে উদ্ধার লক্ষাধিক টাকার চোরাই কাঠ

১৫ জুলাই থেকে শুরু হওয়া লকডাউন মানছে না অনেক বাসিন্দা, ব্যবসায়ীরা বলে অভিযোগ উঠছে। তাদেরকে বোঝাতে বুধবার সন্ধ্যা থেকেই শহরে অভিযানে নামে রায়গঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার রায়গঞ্জ শহর সম্পূর্ণভাবে লকডাউন করার লক্ষ্যে পথে নামে রায়গঞ্জ পুরসভা।

রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, ‘করোনা প্রতিরোধে রায়গঞ্জে লকডাউন সফল করতে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here