নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউন কেন তা জানলেও, তাতে হোমের বাইরের চেহারা ওদের অনেকের কাছেই না জানাটাই স্বাভাবিক। তবে এই লকডাউনে হোম কর্তৃপক্ষের তরফে অনাথ আবাসিক শিশুদের জন্য খাদ্য সামগ্রী মজুত করা নেই। তাই অনাথ আশ্রমে দৈনিক আহারে কোনো রকম ভাঁটা না পড়ে তার জন্য পাশে দাড়ালো রায়গঞ্জ পুরসভা।
রায়গঞ্জের পূর্ব কলেজপাড়ায় জাতীয় সড়কের পাশে অবস্থিত চ্যারিটেবল ট্রাষ্ট অনাথ আশ্রমের আবাসিকদের জন্য খাদ্য সামগ্রী তুলে দিল রায়গঞ্জ পৌরসভা। মুলত চাল, ডাল, আলু, ভোজ্যতেল, সয়াবিন, সাবান বস্তায় করে পৌঁছে দেওয়া হয় ওই অনাথ আশ্রমে।
আরও পড়ুনঃ করোনায় রাজ্যের ত্রাণ তহবিলে অর্থ, কয়েকশো পরিবারকে সামগ্রী বিতরণ শিক্ষকমণ্ডলীর
এদিন রায়গঞ্জের পুরপ্রধান সন্দীপ বিশ্বাস জানান, “শুধু আজকেই নয়, এই লকডাউন ও মহামারী চলাকালীন আগামীতেও যে কোনো প্রয়োজনে পুরসভার পক্ষ থেকে সর্বতোভাবে এই অনাথ আশ্রমের পাশে থাকবে রায়গঞ্জ পুরসভা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584