‘সোশ্যাল ডিস্টেন্সিং’ সফল করতে সবজির বাজার বন্ধের নির্দেশ, রায়গঞ্জ পুরসভার

0
31

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

‘সোশ্যাল ডিস্টেন্সিং’ সফল করতে এবারে কড়া পদক্ষেপ প্রশাসনের। শহরের সমস্ত বাজারের বিক্রেতাদের কাছে বাজার বন্ধ করার আবেদন করল উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন।

Sandip Biswas | newsfront.co
বাজার পরিদর্শনে সন্দীপ বিশ্বাস। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান। নিজস্ব চিত্র

শনিবার রায়গঞ্জের বাজারগুলিতে এডিএম প্রদীপ কুমার বিশ্বাস, এসডিও অর্ঘ্য ঘোষ, রায়গঞ্জ জেলা পুলিশের ডিএসপি প্রসাদ প্রধান, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী পুলিশবাহিনী নিয়ে রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজার, গোশালা বাজার, চণ্ডিতলা বাজারে গিয়ে ফলমুল শাকসবজি সহ সমস্ত বিক্রেতাদের কাছে বাজার বন্ধ করে দেওয়ার আবেদন করেন।

আরও পড়ুনঃ  মহামারী চিকিৎসা ব্যবস্থার উন্নতি প্রকল্পে ১কোটি দান- দেবের

পাশাপাশি তাঁরা এও বলেন, ভ্যানরিকসা করে পাড়ায় পাড়ায় সবজিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি করার জন্য। রায়গঞ্জ মহকুমা প্রশাসন থেকে মাইকিংয়ের মাধ্যমেও বাজারগুলিতে গিয়ে বন্ধ করার আবেদন করা হয়।

একই ভাবে ব্যবসায়ী সংগঠন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক অতনু বন্ধু লাহিড়িও ব্যবসায়ীদের কাছে বাজার বন্ধ করে দেওয়ার আবেদন জানান।

রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন,” সাধারন মানুষকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এই করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে এই লক ডাউন অত্যন্ত জরুরী। কিন্তু সকাল হলেই মানুষ বাজারে এসে ভিড় করছেন। তার ফলে বিঘ্ন ঘটছে লক ডাউনের।

বাধ্য হয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা বাজারগুলি বন্ধ করে দিচ্ছি। প্রয়োজনে এই বাজারগুলিকে সরিয়ে দিয়ে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য আবেদন করা হয়েছে”।

পাশাপাশি রায়গঞ্জ এস ডি ও অর্ঘ্য ঘোষ জানিয়েছেন, “ইতিমধ্যেই প্রশাসন ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে হোম ডেলিভারির মাধ্যমে মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। লক ডাউন সফল করতে মানুষকে বাজারে আসা বন্ধ করতে রায়গঞ্জ তথা জেলার বাজারগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।

সমস্ত উত্তর দিনাজপুর জেলায় লক ডাউনের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কাঁচা শাক সবজি ও মাছ মাংসের বাজার। প্রতিদিন সকাল হতেই প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন বাজারগুলিতে। ফলে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করার পরিবর্তে, দ্রুত বাড়তে পারে বলে আশংকা অনেকের। তবে প্রশাসনের এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও পুরসভা কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here