নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জ পুরসভা শহরের শিলিগুড়ি মোড় এলাকায় পরিযায়ী শ্রমিকদের জন্য সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। এখানে ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে যেসব পরিযায়ী শ্রমিকরা যাচ্ছেন তাদের চা, বিস্কুট, জল দিয়ে আপ্যায়ন করা হচ্ছে।

সেই সঙ্গে তাদের নাম, ঠিকানা নথিভুক্ত করে প্রশাসনের গাড়িতে করে তাদের নিজেদের এলাকাতে পৌঁছে দেওয়া হচ্ছে। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগীতায় পুরসভা এই কাজে নেমেছে।

আরও পড়ুনঃ ইদের উপহারে নতুন প্রাপ্তি হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার
এই সহায়তা কেন্দ্রের নাম দেওয়া হয়েছে ‘আপনাদের জন্য’। পরিযায়ী শ্রমিকরা পুরসভার এই ধরনের মানবিক সহায়তা পেয়ে প্রচন্ড খুশি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584