তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
আগ্নেয়াস্ত্রসহ রায়গঞ্জ থানার পুলিশ মঙ্গলবার এক যুবককে গ্রেপ্তার করে। ধৃতের নাম মহাদেব বিশ্বাস। ধৃতের কাছ থেকে একটি ৭.৬২ এম এম রিভালবার, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। ধৃত দুষ্কৃতির বাড়ি রায়গঞ্জের বন্দর এলাকায়। আজ তাকে রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে।
উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল জানিয়েছেন, “রাতে রায়গঞ্জ থানার পুলিশের শহরের মধ্যে পেট্রোলিং চলাকালীন বিদ্রোহীমোড় এলাকায় মহাদেব বিশ্বাস নামে একজনকে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হলে তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ৭.৬২ এম এম রিভালবার, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ওই দুষ্কৃতিকে। ধৃতের বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে।”
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584