দুর্ঘটনা রুখতে রাস্তার ধারের গাছের ডাল কাটলো রায়গঞ্জ পুলিশ

0
78

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জঃ

দুর্ঘটনা রুখতে জাতীয় সড়কের ধারে থাকা গাছের ডালপালা ও ঝোপঝাড় কেটে পরিষ্কার করা শুরু করল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ট্রাফিক পুলিশ। রায়গঞ্জ থানার ট্রাফিক ওসি দিব্যেন্দু দাসের নেতৃত্বে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়রেরা এই সাফাই অভিযানে নামেন।মূলত জাতীয় সড়কের অনেক জায়গাতেই গাছপালা ও ঝোপঝাড় দিয়ে ঢাকা পরে যাওয়ায় রাস্তা দেখতে পান না চালকেরা। এর ফলে মাঝেমধ্যেই ঘটে যায় দুর্ঘটনা।এই দুর্ঘটনা প্রতিরোধে এই সাফাই অভিযান বলে জানিয়েছেন ট্রাফিক ওসি দিব্যেন্দু দাস।

চলেছে সাফাই অভিযান। নিজস্ব চিত্র

রায়গঞ্জ শহর এলাকায় কুলিক বনাঞ্চলের বুক চিড়ে চলে গিয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়ক। দীর্ঘ এই দু কিলোমিটার জাতীয় সড়কের দুধারে থাকা গাছের শাখা প্রশাখা ও ঝোপঝাড়ে ঢাকা পরে গিয়েছে বেশ কিছুটা অংশ। বিশেষ করে দু তিনটে বাঁকে জঙ্গলাকীর্ণ হয়ে পরায় লড়ি বা অন্যান্য যানবাহনের চালকেরা সামনের রাস্তার অংশ দেখতে পাচ্ছিলেন না। ফলে মাঝেমধ্যেই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটছিল।জাতীয় সড়কের ধারে থাকা এই ঝোপঝাড় পরিষ্কার করতে উদ্যোগী হল রায়গঞ্জ থানার ট্রাফিক পুলিশ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় সড়কে চলাচলকারী যানবাহনের চালক থেকে যাত্রীগন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here