নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জ মহকুমার ৩টি সংক্রমিত এলাকায় ব্যারিকেড তৈরি করে কড়া নজরদারি শুরু করল রায়গঞ্জ জেলা পুলিশ৷ প্রশাসনিক ও উচ্চপদস্থ পুলিশ কর্তারা ৩টি সংক্রমিত এলাকা পরিদর্শন করেন। এই ৩টি এলাকায় ঢোকা ও বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। নজরদারি চালানোর জন্য বসানো হয়েছে পুলিশ পিকেট৷
পুলিশ সুপার জানান, ওই এলাকা থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না। এছাড়াও বাইরের কোন ব্যক্তিকেও গ্রামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এদিকে করোনায় আক্রান্ত ৩টি রোগীর পরিবারের লোকেদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর।
আরও পড়ুনঃ করোনা রুখতে গ্রামবাসীরাই গড়লেন কোয়ারেন্টাইন সেন্টার
জানা গিয়েছে, হেমতাবাদে ১৫ জন, ঘোড়ই গ্রামে ৫ জন এবং শ্যামপুরের ৪ জনকে কোয়ারান্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুই শিশু এবং দুই মহিলা রয়েছেন বলে খবর। শনিবার গভীর রাতে পরিবারের সদস্যদের বাড়ি থেকে তুলে কোয়ারান্টাইনে নিয়ে যায় পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584