নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা সংক্রমণ রুখতে দেশে চলছে লকডাউন। আর এই লকডাউনের মধ্যে বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে বের হলে মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। কিন্তু এখনও কিছু মানুষ সেই নির্দেশকে অমান্য করে বিনা প্রয়োজনে মাস্ক বিহীন হয়েই শহরে ঘুরে বেড়াচ্ছেন।
মঙ্গলবার শহরের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে রায়গঞ্জের পথে নামেন মহকুমা শাসক অর্ঘ্য রায়। এমনকি নিজের দেহরক্ষীকে নিয়ে শহর জুড়ে ঘুরে তদারকি করলেন তিনি।
আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে কড়া নজরদারি পুলিশের
এর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার কাজ করেন তিনি। এছাড়াও মাস্ক না পড়ার অপরাধে কয়েক জনকে রাস্তার মধ্যেই কান ধরে ওঠবোস করান তাঁর দেহরক্ষী। এর পাশাপাশি এদিন আবরণহীন পথচারীদের হাতে মাস্কও তুলে দেন মহকুমা শাসক।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584