ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
বৃহস্পতিবার জয়পুরের এক আদালত সঞ্জীবনী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি কেলেঙ্কারি মামলায় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ দিল।
Rajasthan Court orders investigation against Union Minister Gajendra Singh Shekhawat and his associates in the alleged Rs 884 Cr 'Sanjivini Credit Cooperative Society' scam.
(file pic) pic.twitter.com/0e4Sw8td7L— ANI (@ANI) July 23, 2020
শেখাওয়াত, তাঁর স্ত্রী ও অন্যান্যদের বিরুদ্ধে প্রায় ৯০০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে।২০১৯ সালের ২৩শে আগস্ট এ বিষয়ে একটি এফআইআর দায়ের হয়। গত বছর স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এ বিষয়ে তদন্ত শুরু করে। কিন্তু ভারতীয় জনতা পার্টির এই বর্ষীয়ান নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রীর নাম এসওজি’র চার্জশিটে ছিলনা। এর আগে বিজেপির বর্ষীয়ান নেতা চার্জশিটে নাম না থাকা নিয়ে করা এক মামলা ম্যাজিস্ট্রেট কোর্ট খারিজ করে দেয়। আবেদনকারীরা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্টের দ্বারস্থ হন। আবেদনকারীরা দাবি করেন যে সস্ত্রীক শেখাওয়াত ও অন্যান্যদের কোম্পানিতে টাকা লেনদেন হয়েছে, কিন্তু কখনই তাদের ভূমিকা খতিয়ে দেখা হয়নি। উল্লেখ্য, ২০০৮ সালে এই ক্রেডিট সোসাইটি খোলা হয়।
আরও পড়ুন:আইনজীবী প্রশান্ত ভূষণকে শোকজ নোটিশ সর্বোচ্চ আদালতের
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে অভিযোগ করেন যে শেখাওয়াত অন্যান্য বিজেপি নেতারা প্রলোভন দেখিয়ে রাজস্থানে সরকার ভাঙার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের অভিযোগও তদন্ত করে দেখছে এসওজি। তদন্ত করে দেখা হচ্ছে দুটি অডিও ক্লিপের সত্যতা, যেখানে এই বর্ষীয়ান কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে কংগ্রেস এমএলএদের প্রলুব্ধ করে রাজস্থান সরকার ফেলে দেওয়ার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584