নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
রবিবার ফালাকাটা কমিউনিটি হলে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের নিয়ে একটি সভা করে তৃণমূল নেতৃত্ব। মূলত দলীয় নেতা কর্মীদের এদিন খোলা মনে অভাব, অভিযোগ জানানো ও প্রশ্ন করার সম্পূর্ণ স্বাধীনতা ছিল।
রাজীব বন্দ্যোপাধ্যায় ছাড়াও আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামি সহ অন্যান্য নেতারাও এই সভায় ছিলেন। এদিন সাংবাদিকদের সামনে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের ভুল ত্রুটি কিছুতো ছিলই।
সেই কারণে মানুষের কাছে হাতজোর করে ক্ষমা চেয়ে আমরা যাচ্ছি। মানুষের বক্তব্য শোনার চেষ্টা করছি। মানুষ আমাদের সঙ্গে রয়েছে।” এদিন বিজেপিকে কটাক্ষ করে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “কোভিডের অতিমারী চলছে।
আরও পড়ুনঃ শান্তিনিকেতন পরিদর্শনে এলেন কলকাতা হাইকোর্ট নির্দেশিত কমিটির চার সদস্য
সেই কারণে এখনও সভা সমিতি সেভাবে করছিনা। কিন্তু কিছু রাজনৈতিক দল তাদের সব কর্মসূচি চালিয়ে যাচ্ছে। মানুষের স্বার্থ তাদের মাথায় নেই। কিন্তু আমরা সব সময় মানুষের কথা বলি।” এদিন ফালাকাটা কমিউনিটি হলে তৃণমূল নেতা কর্মীদের ভীর উপচে পড়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584