আমপানে ক্ষয়ক্ষতি নিয়ে বালুরঘাটে প্রশাসনিক বৈঠকে রাজীব

0
73

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

মালদা ও উত্তর দিনাজপুর জেলার পর আমপান ঝড়ে ক্ষয়ক্ষতি নিয়ে আজ দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক বৈঠক করলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি এদিন তার দলের জেলা নেতাদের সঙ্গেও একপ্রস্থ বৈঠক করেন তিনি।

rajib meeting about amphan destroyed in balurghat | newsfront.co
নিজস্ব চিত্র

বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট শহরের বালুছায়া সভাকক্ষে এই প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। এই প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সহ সভাপতি অর্পিতা ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাসদা, ম্যাকিনতোর্স বার্ন লিমিটেডের চেয়ারম্যান শংকর চক্রবর্তী, মালদা ও দক্ষিণ দিনাজপুর রেঞ্জের ডি.আই.জি প্রসূন ব্যানার্জি, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক নিখিল নির্মল, জেলা আরক্ষাধিক্ষক দেবর্ষি দত্ত সহ জেলার অনান্য প্রশাসনিক আধিকারিকরা।

আরও পড়ুনঃ দুর্গতদের পাশে দাঁড়াতে রাস্তায় লালপার্টি

বৈঠক শেষে বনমন্ত্রী জানান, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় আমফানের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে এসেছেন। বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে জানতে পেরেছি প্রায় ১৮ হাজার লোক ক্ষতি গ্রস্ত হয়েছে। এছাড়াও জেলায় প্রানীসম্পদ দফতরের বেশ কিছু শেড ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির হাত থেকে রক্ষা পায়নি জেলার বনদফতরও।

এছাড়াও প্রায় প্রতিদিন ঝড় বৃষ্টি হচ্ছে।গতকালও ঝড় বৃষ্টিতে বেশ কিছু ক্ষয় ক্ষতির খবর পাওয়া গেছে। ৩০০ মিলিমিটারের মতো বৃষ্টিতে জেলার কৃষিতেও ব্যাপক ক্ষতি হয়েছে। তাই সব দিক বিবেচনা করে আমরা ঠিক করেছি যে তাড়াহুড়ো করে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি না করে একটু সময় ধরে খোজখবর নিয়ে সঠিক তালিকা তৈরি করে তবেই মুখ্যমন্ত্রীর নিকট পাঠানো হোক। কেননা মুখ্যমন্ত্রী সদা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছেন।

তাই ক্ষয়ক্ষতির সঠিক তালিকা তার কাছে পৌছলে সেক্ষেত্রে তিনি বিবেচনা করে জেলায় সঠিক অর্থ ত্রাণের জন্য পাঠাবেন।’

আরও পড়ুনঃ স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মাস্ক, সাবান বিলি

যদিও তিনি দলীয় বৈঠক নিয়ে একটি শব্দ খরচ করেন নি। তবে দলের অন্দরমহল সুত্রে জানা গেছে, আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে দলের যাবতীয় কোন্দল মিটিয়ে সবাইকে এক হয়ে চলার কথা বলা হয়েছে।

সভায় বেশ কিছু সদস্য দলের অন্দরের ক্ষোভ বিক্ষোভ নিয়ে কিছু বলার চেষ্টা করলে তাদের মাঝ পথেই থামিয়ে দিয়ে যাবতীয় বিভেদ ভুলে কাজ করার কথা বলেন রাজীব।

এদিকে সভাশেষে অনেক নেতাকেই তাদের অনুগামীদের কাছে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়। এদিকে বৈঠক শেষ করেই মন্ত্রী আজ মালদার উদ্দেশ্যে রওনা হয়ে যান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here