নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
লক্ষ লক্ষ অনুরাগীকে স্বস্তি দিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন রজনীকান্ত। শুক্রবারই দুপুরে ‘প্রিয় আন্না’ রজনীকান্তের অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের কপালে ভাঁজ পড়েছিল। রক্তচাপ ওঠানামা করার জেরে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তড়িঘড়ি ভর্তি করতে হয়েছিল হাসপাতালে।
স্বাভাবিকবশতই উৎকণ্ঠায় দিন কাটিয়েছেন অনুরাগীরা। আপাতত সুস্থ আছেন থালাইভা। রক্তচাপও নিয়ন্ত্রণে রয়েছে তাঁর। কিন্তু বর্তমানে তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, দিন কয়েক আগেই ‘অন্নাথা’ নামে এক দক্ষিণী ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন রজনীকান্ত। সিনেমার সেটে মোট ৭ জনের শরীরে করোনা ভাইরাস থাবা বসানোয় বন্ধ করে দিতে হয় ছবির শুটিং। তবে রজনীকান্তের কোনওরকম করোনার উপসর্গ নেই বল জানান চিকিৎসকরা।
আরও পড়ুনঃ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বিশিষ্ট সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র
আর মাত্র তিন দিন বাকি। রাজনীতির ময়দানে নামার ডঙ্কা আগেই বাজিয়ে দিয়েছেন দক্ষিণী সুপারস্টার। ডিসেম্বরের ৩১ তারিখ নিজস্ব রাজনৈতিক দল সম্পর্কে বিস্তারিত ঘোষণা করার কথা জানিয়েছিলেন।
অতঃপর দ্রাবিড়ভূমের রাজনৈতিক হাওয়া বর্তমানে সরগরম। তবে এর মাঝেই শুক্রবার থালাইভার অসুস্থ হওয়ায় খবর প্রকাশ্যে আসে। রবিবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেও বর্তমানে দল ঘোষণা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584