ঐক্য সম্প্রীতির লক্ষ্যে রাখী উৎসব,মেহেন্দি প্রতিযোগিতা

0
199

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মেহেন্দি নিয়ে অভিনব প্রতিযোগিতা হলো পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে।ঐক‍্য ও সম্প্রীতির লক্ষ্যে মেদিনীপুর ক্রিয়েটিভ কালচারাল একাডেমীর অংশ ‘অনন‍্যা’র উদ‍্যোগে রাখি উৎসব ও মেহেন্দি প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। রবীন্দ্র নিলয়ে রবীন্দ্র নাথের মূর্তিতে মাল‍্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধন করেন সোফিয়া আলি। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ‍্যে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা,সঙ্গীত শিল্পী হায়দার আলি,সাহিত‍্যিক বিদ‍্যুৎ পাল,নৃত‍্য শিল্পী শ‍্যামলী সাহা,ডিএফও অয়ন ঘোষ কাউন্সিলর মৌ রায়,রবীন্দ্র নিলয়ের সম্পাদক লক্ষণ ওঝা, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতায় স্কুল-কলেজ-বিশ্ববিদ‍্যালয় পড়ুয়া ছাত্রী,গৃহবধূ থেকে শুরু করে বিভিন্ন পেশার পঁচাত্তর জনেরও বেশি মহিলা প্রতিযোগী এতে যোগ দেন।অন‍্যন‍্যা’র কর্ণধার সুরভী ঘোষ জানান মেহেন্দির মতো সৃজনশীল ঘরোয়া কলাকে উৎসাহিত করতে এবং সবার মধ্যে সম্প্রীতির মেলবন্ধনকে আরও ছড়িয়ে দিতে তাঁদের এই উদ্যোগ।

মেহেন্দি প্রতিযোগিতার প্রতিযোগিনীদের একাংশ।নিজস্ব চিত্র

এই উদ্যোগকে সাফল্য মন্ডিত করে তুলতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান।বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী সুদীপ মাইতি,বিশ্ব বন্দ‍্যোপাধ‍্যায়,প্রদীপ বসু, মেহেন্দি শিল্পী সাগরিকা ব‍্যানার্জী চৌধুরী,কলকাতা ওরিফ্রেমর কর্ণাধার নবনীতা ব‍্যানার্জী প্রমুখ।অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করে তুলতে চেষ্টার ত্রুটি রাখেনি প্রতিষ্ঠানের কর্ণধার সুরভী ঘোষ,সদস‍্যা মৌসুমী রায়,পামেলা দাস,মিতা বোস, সবিতা প্রধান, জয়শ্রী সাহা,স্বপ্না ব‍্যানার্জী সহ অন্যান্য সদস্যারা। প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত প্রতিযোগী,অতিথি,বিচারক দর্শক, সাংবাদিক সহ সকলকে রাখি পরানো হয়।সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন উদীয়মান বাচিক শিল্পী বৃষ্টি মুখোপাধ্যায়। প্রতিযোগিতায় সফল হয়ে যেমন খুশি ফারহিন আরা,ডোনা ঘোষ রায়,রেখা সুলতানা,রেশমা আফরোজরা তেমনি এই দৈনন্দিন বাঁধাধরা জীবনের বাইরে গিয়ে এরকম একটি প্রতিযোগিতায় যোগ দিতে পেরে খুশি বর্ষা ইনানি, শিউলি আঢ‍্যেরা। প্রতিযোগিতাকে কেন্দ্র করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ‍্যোক্তাদের পক্ষ থেকে।অনুষ্ঠানে ঈশিতা চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে নটরাজ ড‍্যান্স সার্কেলর শিল্পীরা, নবনীতা বোসের তত্ত্বাবধানে নৃত‍্যবিতানের শিল্পীরা এবং জিমন্যাস্টিক ও যোগাসেন্টারের ছাত্রী মিষ্টি সেন মনজয় করা নৃত‍্যানুষ্ঠান উপহার দেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here