ভাস্কর ঘোষ, কান্দি, ২৩ ডিসেম্বরঃ-
মিশন নির্মল বাংলা গড়ার লক্ষ্যে নিয়ে মুর্শিদাবাদের ভরতপুর – ২ ব্লকের উউদ্যোগে সালার পদযাত্রা করল ব্লক প্রশাসন।
আজ সকাল ৬ টায় ট্যবলো নিয়ে পদযাত্রা করা হয়। প্রথমে ব্লক অফিস থেকে ওই পদযাত্রাটি শুরু করে গোটা সালারের বিভিন্ন রাস্তা ঘুরে ফের ব্লক অফিসে এসে শেষ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুর – ২ ব্লকের বিডিও অর্নব চিন্না, জয়েন্ট বিডিও শঙ্কু বিশ্বাস, ব্লক প্রশাসনের প্রায় সকল কর্মী, এলাকার অঙ্গনওয়াড়ি, আশাকর্মীরা ও সালার থানার পুলিশকর্মীরা। এলাকার মানুষজনকে সচেনতার উদ্যোগে এই পদযাত্রা করা হয়।
ভরতপুর – ২ ব্লকের বিডিও অর্নব চিন্না বলেন, ব্লকের সমস্ত স্টাফ, সালার পঞ্চায়েতের স্টাফ, এলাকার অঙ্গনওয়াড়ি, আশাকর্মী, সালার সিভিক পুলিশ, সাধারন মানুষজনকে একত্রিত করে একটি পদযাত্রা করা হয়। আজ সকাল ৬ টায় আরম্ভ করে দীর্ঘ ৬ কিলোমিটার রাস্তা ক্রস করে এসে ব্লক চত্তরে পৌঁছায়। এই পদযাত্রার মেন উদ্দেশ্যই হল আগামী ১৫ জানুয়ারি ২০১৮ -র পর ফাঁকা জায়গাতে পায়খানা করা দন্ডনীয় অপরাধ ঘোষণা। সাধারণ মানুষকে সচেতন করার জন্যই এদিনের এই পদযাত্রার আয়োজন করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584